মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ০২:১৭:৩৯

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে গাজীপুরে আনন্দ মিছিল

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে গাজীপুরে আনন্দ মিছিল

এমটিনিউজ২৪ ডেস্ক : শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে আনন্দ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। সোমবার বিকালে গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুলের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলটি রাজবাড়ী রোডের অবস্থিত দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পুলিশ সুপারের কার্যালয় হয়ে আবার বিএনপি অফিসে গিয়ে শেষ হয়। 

এসময় উপস্থিত ছিলেন সাবেক ভিপি ও মহানগর বিএনপি নেতা জয়নাল আবেদীন তালুকদার, কামরুজ্জামান শামীম, নাসির উদ্দিন নাসির, শাহানুর ইসলাম শাহানুর, আশরাফুল আলম পলাশ, শেখ ফাহাদ আহাম্মেদ লিটন, সদর মেট্রো থানা যুবদলের আহ্বায়ক নাজমুল খন্দকার সুমন, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রোহানুজ্জামান শুক্কুর, মেট্রো থানা যুবদলের আহ্বায়ক রোবায়েত হোসেন বেলায়েত প্রমুখ।

এছাড়াও জুলাই–অগাস্টের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর গাজীপুরের টঙ্গী, চান্দনা চৌরাস্তা, কোনাবাড়ী, পূবাইল থানা এলাকাসহ জেলার শ্রীপুর, কালিয়াকৈর, কাপাসিয়া ও কালিগঞ্জেও বিএনপি নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে।

অন্যদিকে অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন সবুজ ও শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় বিএনপি নেতা প্রভাষক জহিরুল ইসলাম কাজল, নজরুল ইসলাম, কায়সার মীরধা খোকন, সাইফুল ইসলাম পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে