এমটিনিউজ২৪ ডেস্ক : গাজীপুরের টঙ্গী এলাকায় ভূমিকম্পের কারণে তাড়াতাড়ি করে লোকজন বাইরে বের হওয়ার সময় বহু মানুষ পদদলিত হয়ে আহত হয়েছেন। এতে কিশোর উন্নয়ন কেন্দ্রে প্রায় ২৫ জন এবং মা টাওয়ার ও ফ্যাশন প্লাসসহ অন্যান্য তিন প্রতিষ্ঠানে প্রায় দুই শতাধিক শ্রমিক ও সাধারণ মানুষ আহত হন।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।
আহতদের বিভিন্ন ধরনের চোট ও আঘাতের জন্য তাদের মধ্যে অনেকে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন যারা তারা হাতে, পায়ে ও বুকে আঘাত পেয়েছেন।
টঙ্গী সরকারি হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাক্তার তারেক জানান, আমরা সকাল থেকেই আহত রোগীদের চিকিৎসা দিচ্ছি। হাসপাতালে ভর্তি আছেন অনেকেই, চিকিৎসা চলমান রয়েছে।
বিশেষজ্ঞরা বলেছেন, বড় ধরনের ভূমিকম্প বা হঠাৎ আতঙ্কে জনসমাগমে এ ধরনের পদদলিত ঘটনা এড়াতে নিরাপদ ব্যবস্থাপনা জরুরি।