সোমবার, ০৭ মার্চ, ২০১৬, ০৯:২৩:০১

কালিয়াকৈরে কারখানা থেকে কর্মকর্তার লাশ উদ্ধার

 কালিয়াকৈরে কারখানা থেকে কর্মকর্তার লাশ উদ্ধার

জাহাঙ্গীর আলম, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ ইন্টার স্টপ এ্যাপারেলস লিমিটেড কারখানার ভিতর থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর এক কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সারা দিন নানা নাটকীতার পর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।শিল্প পুলিশ গাজীপুর-২ এর ওসি মোঃ আব্দুল খালেক লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তবে কারখানা কর্তৃপক্ষ স্থানীয় কোন সাংবাদিকদের কারখানায় প্রবেশ করতে দেয়নি।
অভিযোগ সুত্রে জানা যায়, গাজীপুরের পূর্ব চান্দরা বোর্ডমিল এলাকার দেবব্রত শাহার ছেলে দীপক কুমার শাহা (৩৩) চন্দ্রা পল্লীবিদ্যু এলাকার ইন্টার স্টপ এ্যাপারেলস লিমিটেড কারখানায় এক বছর যাবৎ ফিনিসিং কোয়ালিটি হিসেবে চাকুরী করে আসছে। গত ৫ মার্চ রাত সাড়ে ৯টার দিকে নাইট ডিউটিতে এসে আর বাসায় ফিরে যায়নি। এঘটনায় বার বার কারখানায় যোগাযোগ করা হলে কারখানা কর্তৃপক্ষ দীপক কারখানায় আসেনি বলে পরিবারের লোকজনকে কারখানা থেকে তাড়িয়ে দেয়। পড়ে দীপকের বাবা রোববার রাতে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করে। সোমবার সকালে থানা পুলিশ দীপক নিখোঁজের তদন্তে আসলে বিষয়টি এলাকায় জানা জানি হয়। এঘটনায় কারখানা এলাকায় সকাল থেকে উত্তেজনা বিরাজ করলে বিপুল পরিমান পুলিশ মোতায়েন করা হয়। এমন পুলিশ একটি সাজোয়ান কারখানার গেইট দুপুরের পর থেকে অবস্থান করে।
নিহতের পরিবারের পক্ষ থেকে বার বার কারখানার অভ্যন্তরে লাশ থাকার অভিযোগ করলেও কর্তৃপক্ষ বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বলতে থাকে। বিকেল ৫ টায় কারখানা ছুটির পর পুলিশ নিহতের পরিবারের লোকজন সহ কারখানায় ভিতরে গিয়ে বিভিন্ন স্থানে খোজ করতে থাকে। একপর্যায়ে কারখানার অভ্যন্তরে নির্মাণাধীন নতুন ভবনের লিফটের গর্ত থেকে লাশ উদ্ধার করে গাজীপুর শীহদ তাজ উদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এঘটনায় পুলিশ কারখানার ডিজিএম রফিকুল ইসলামসহ ৫ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য অাটক করে থানায় নিয়ে গেছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আব্দুল মোতালেব মিয়া জানান, লিফটের গর্ত থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রির্পোট পাওয়ার পর ঘটনার মুল কারণ জানা যাবে। থানায় মামলা প্রস্তুতি চলছে এবং এঘটনায় পুলিশ কারখানার ডিজিএম রফিকুল ইসলামসহ ৫ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য অটক করা হয়েছে।
৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস
 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে