জাহাঙ্গীর আলম, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ইন্টারস্টফ এ্যাপারেলস লিমিটেড নামক পোষাক কারখানার ভিতর থেকে সোমবার সন্ধ্যায় এক কর্মকর্তার লাশ উদ্ধারের ঘটনায় এখনো কোন মামলা হয়নি। এঘটনায় আটক ৫ জনের মধ্যে ৩ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। নিহতের মরদেহ ময়না তদন্তের পর সৎকারের জন্য স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
নিহতের পরিবারের অভিযোগ,গত শনিবার কারখানায় কাজ করতে গিয়ে নিখোঁজ হন ইন্টারস্টফ এ্যাপারেলস এর কোয়িলিটি ইন্সপেক্টর দীপক কুমার সাহা। এব্যাপারে নিহতের বাবা দেবব্রত কুমার সাহা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন পরের দিন রোববার। সোমবার সকালে কারখানায় শ্রমিকদের মাঝে খবর ছড়িয়ে পরে কারখানার ভিতরে নিখোঁজ দীপক কুমার সাহার লাশ পাওয়া গেছে। এ খবর পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয় কাউন্সলর ও পুলিশ নিয়ে কারখানার ভিতরে লাশ উদ্ধারের জন্য গেলে কতর্পক্ষ তাদের বাধা দেয়। পরে বিকালে থানায় মামলা দায়ের করা হলে পুলিশ কারখানার ভিতর থেকে লাশ উদ্ধার করে। এ সময় পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে কারখানার ৫ কর্মকর্তা ও কর্মচারীকে আটক করে থানায় নিয়ে আসে। কিন্তু অজ্ঞাত কারণে উক্ত মামলা রেকর্ড না করে আটককৃতদের মধ্যে ৩ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ।
এব্যাপারে নিহতের বাবা দেবব্রত কুমার সাহা ও স্থানীয় কালিয়াকৈর পৌরসভার কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল জানিয়েছেন, দীপক কুমার সাহাকে ওই কারখানায় মালিকের সুপারিশে চাকরী দেয়া হয়। সে মালিকের খুব বিশ্বস্ত ছিল। কারখানার অনেক গোপনীয় বিষয় সে জানত এবং এসব যাতে মালিকের কাছে সে বলতে না পারে সে জন্য কারখানার কয়েকজন অসৎ কর্মকর্তা তাকে হত্যা করেছে। পরে লাশ গুম করার জন্য কারখানায় লাশ আটকে রেখেছিল।
আটকৃতদের সর্ম্পকে জানতে চাইলে কালিয়াকৈর থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক(এএসআই) মোঃ আনোয়রুল ইসলাম জানান, এবিষয়ে কোন সিদ্ধান্ত গ্রহন করার কারণে কোন তথ্য দেয়া যাবে না।
৮ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস