বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬, ১১:০৭:০০

জামায়াতে যোগ দিলেন বিএনপির দুই নেতা

জামায়াতে যোগ দিলেন বিএনপির দুই নেতা

এমটিনিউজ২৪ ডেস্ক : যোগদান গাজীপুরের টঙ্গীতে বিএনপির দুই নেতা জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বুধবার সন্ধ্যায় টঙ্গীবাজারস্থ ৫৭নং ওয়ার্ড জামায়াত কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা যোগদান করেন।

যোগদানকৃতরা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও গাজীপুর মহানগর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল বাসেত ও বৃহত্তর টঙ্গী থানা বিএনপির সাবেক সদস্য সোহরাব উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের নায়েব আমীর ও গাজীপুর-২ আসনের এমপি পদপ্রার্থী মুহাম্মদ হোসেন আলী, গাজীপুর মহানগর জামায়াতের সহকারি সেক্রেটারি মোহাম্মদ আফজাল হোসাইন, গাসিক ৫৭নং ওয়ার্ড জামায়াতের আমীর মাওলানা ওবাইদুল হক, জামায়াত নেতা আব্দুল মালেক আকন্দসহ বিভিন্নস্তরের নেতাকর্মীরা।

জামায়াতে যোগদান শেষে এক প্রতিক্রিয়ায় রফিকুল বাসেত বলেন, জামায়াতে ইসলামীর মাধ্যমে দেশে দ্বীন প্রতিষ্ঠিত হবে। জামায়াতে ইসলামী আল্লাহ ও আল্লাহর রাসুলের পথে পরিচালিত হয়।

আমার অন্তরের চাহিদা ছিল জামায়াতে ইসলামীতে যোগ দিব। দীর্ঘ আত্মসমালোচনা, চিন্তা–উপলব্ধির পর ইসলামী আদর্শে জীবন পরিচালনার সিদ্ধান্ত থেকেই জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। মহান আল্লাহপাক যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত মুজাহিদ হিসেবে কবুল করেন।

তিনি আরও বলেন, আমি জিয়াউর রহমানের আমল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আজ স্বেচ্ছায় জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।

সোহরাব উদ্দিন বলেন, আমরা আজ জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। বিএনপির নেতারা আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা পরিষ্কার বলে দেব যে, জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি ছড়িয়ে দেয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে