জাহাঙ্গীর আলম, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে টঙ্গীর নুরুল ইসলাম হত্যা মামলার রায়ে এক জনের ফাঁসিতে ঝুলিয়ে মৃতুদন্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও তাকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ রায় ঘোষণা করেন। ফাঁিসর দন্ড প্রাপ্ত আসামী হলো-গাজীপুরের টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকার মৃত ওয়াহেদ আলীর ছেলে রমজান ওরফে মকবুল কসাই। রায় ঘোষণাকালে আসামী রমজান আদালতে উপস্থিত ছিলো।
মামলার বিবরণে জানা গেছে, গত ২০১৩ সালের ১৪ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে নুরুল ইসলাম টঙ্গীর ঝিনু মার্কেট এলাকায় কাঁচাবাজার করতে যায়। ওই সময় আসামী মকবুল কসাই পূর্ব শত্রুতার জের ধরে নুরুল ইসলামকে ছুরি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় মকবুলের ছুরিকাঘাতে নুরুল ইসলামের সন্তানসহ তিনজন আহত হয়। পরে দৌঁড়ে পালানোর সময় স্থানীয়দের ধাওয়া খেয়ে মকবুল পার্শ্ববর্তী মাজারের একটি কক্ষে আশ্রয় নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছোরাসহ মকবুলকে আটক করে। এঘটনায় ওইদিনই নিহতের ছেলে নুরুল আলম বাদী হয়ে রমজান আলীর বিরুদ্ধে টঙ্গী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত ৭ জনের স্বাক্ষ্য গ্রহণ ও উভয় পক্ষের শুনানী শেষে আসামী রমজান ওরফে মকবুল কসাইয়ের বিরুদ্ধে পেনাল কোডের ৩০২ ধারার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃতুদন্ড কার্যকরসহ ১০হাজার টাকা জরিমানা করে বুধবার রায় ঘোষণা করেন।
আদালতে রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন পিপি হারিছউদ্দিন আহমদ ও আসামী পক্ষে ছিলেন এডভোকেট মো: লুৎফর রহমান।
৯ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস