বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬, ০৭:০৫:৫৬

'আঠারোর আগে বিয়ে নয়, শিক্ষা ছাড়া উপায় নেই '

 'আঠারোর আগে বিয়ে নয়, শিক্ষা ছাড়া উপায় নেই '

জাহাঙ্গীর আলম,গাজীপুর প্রতিনিধি: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, আঠারোর আগে বিয়ে নয়, শিক্ষা ছাড়া উপায় নাই। বর্তমান সরকার শিক্ষা খাতে সবচেয়ে বেশী গুরুত্ব দিচ্ছেন। সেই লক্ষ্যে সরকার নতুন নতুন শিক্ষা অবকাঠামো গড়ে তুলছে। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছেন। মেয়েদের উপবৃত্তির ব্যবস্থা করা হয়েছে। তাই মেয়েদেরকে আরো বেশী শিক্ষিত হতে হবে এবং দেশকে আরো বেশি এগিয়ে নিয়ে যেতে হবে। বর্তমানে স্ত্রীর নামের শেষ অংশে যেমন স্বামীর নাম দেখা যায় তেমনি ভবিষ্যতে স্বামীর নামের শেষে স্ত্রীর নাম দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। তিনি বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ বর্তমানে নিন্মমধ্যম আয়ের দেশ। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিনত হবে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের সাথে তাল তাল মিলিয়ে চলবে। সেখানে শিক্ষার হার বৃদ্ধি পাবে, নারী পুরুষ সামনে সমান এগিয়ে যাবে এবং দেশ প্রযুক্তিতে এগিয়ে যাবে।
বিদ্যালয় পরিচালনা পর্রষদের সভাপতি ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন- হা-মীম গ্রুপের উপদেষ্টা সায়মা আজাদ। অভিভাবক সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবিএম তারিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আশরাফী হাসান মেহেদী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূঁইয়া ও সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, কামাল দেওয়ান, অভিভাবক সদস্য মো. বেলায়েত হোসেন, শিক্ষক প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুর রহমান আরমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস। পরে প্রতিমন্ত্রী প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
১০ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে