বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬, ০৭:৩৫:৩৯

কাপাসিয়ায় নিখোঁজের ১২ ঘণ্টা পর ভাঙ্গারি ব্যবসায়ীর লাশ উদ্ধার

 কাপাসিয়ায় নিখোঁজের ১২ ঘণ্টা পর ভাঙ্গারি ব্যবসায়ীর লাশ উদ্ধার

এফএম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় নিখোঁজের ১২ ঘণ্টা পর বাড়ি থেকে প্রায় পৌনে এক কিলোমিটার দূরে ভাঙ্গারি ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের পর ব্যবসায়ীর ব্যবহৃত মোবাইল ফোন থেকে মুক্তিপন হিসেবে ৫০ হাজার টাকা দাবি করেছিল অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। গাজীপুরের কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের বানার হাওলা গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম ইউনুস আলী (৫০)। তিনি কুমিল্লার হোমনা উপজেলার উমরাবাস গ্রামের মৃত মনু মিয়ার ছেলে। ইউনুস আলী দীর্ঘদিন যাবত কাপাসিয়া বাসস্ট্যান্ড এলাকায় বসবাস করে ভাঙ্গারি ব্যবসা করতেন।

স্বজনরা জানায়, গত বুধবার সকাল ৯টার দিকে শিউলী আক্তার তার স্বামীকে নিয়ে কাপাসিয়া বাজারে যায়। সবজি কিনে শিউলী বাড়ি ফিরে যায়। ওই সময় স্ত্রীর কাছ থেকে রিকশা ভাড়া ২০ টাকা নিয়ে ইউনুস দোকানে রওনা হন। দোকানে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাঁকে তুলে নিয়ে যায় ।

স্বজনরা আরো জানায়, দুপুর প্রায় ২টার দিকে ইউনুস আলীর ব্যবহৃত মোবাইল ফোন থেকে দুর্বৃত্তরা তার স্ত্রী শিউলী আক্তারকে ফোন দেয়। তারা ইউনুসকে তুলে নেওয়ার খবর জানিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। টাকা দিতে অপারগতা জানালে দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়। সন্ধ্যার মধ্যে টাকা দিতে ব্যর্থ হলে ইউনুসকে মেরে ফেলা হবে বলে হুমকি দেয় তারা।

শিউলী আক্তারের সৎছেলে জাহাঙ্গীর আলম জানান, মুক্তিপণ দাবি করার ঘটনা জেনে ছেলে তার বাবার ব্যবহৃত মোবাইল ফোনে অনেকবার ফোন দিয়েছেন। কিন্তু কেউ ফোন গ্রহণ করেনি। বিকেল ৩টার পর থেকে মোবাইল ফোনও ছিল বন্ধ। এরপর ব্যাপক খোঁজাখুঁজির পরও তাঁর বাবার কোন খোঁজ পাওয়া যায়নি।

জাহাঙ্গীর আলম আরো জানান, পরে রাত ১০টার দিকে বাড়ি থেকে প্রায় পৌনে এক কিলোমিটার দূরে বানারহাওলা গ্রামের খালপাড় এলাকায় কলাবাগানে লাশ পড়ে থাকতে দেখেন গ্রামবাসী। খবর পেয়ে স্বজনরা গিয়ে তাঁর বাবার লাশ শনাক্ত করেন।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুল হক জানান, দুর্বৃত্তরা ইউনুস আলীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যার পর লাশ ফেলে গেছে । লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
১০ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে