জাহাঙ্গীর আলম, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শিরিষতলায় ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে হারুন অর রশিদ(৩৫) নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। ২ কনষ্টেবলসহ ৩জন আহত। শনিবার ভোররাত ৪টার দিকে গাজীপুর সদর উপজেলার সিরিষতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত এএসআই জয়দেবপুর থানাধীন হোতাপাড়া পুলিশ ফাঁড়িতে কমরত ছিলেন।
হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম জানান, টহলরত পুলিশ বহনকারী মাইক্রোবাসটিকে শ্রীপুরগামী একটি ট্রাকের সাথে সংঘর্ষ হলে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে আহত হয় মাইক্রোবাসের ৪ যাত্রী এএসআই হারুন অর রশিদ(৩৬), কনষ্টেবল মানিক(৪৫), কনষ্টেবল জব্বার(৩২) এবং মাইক্রোবাসের চালক ফারুক (৩০)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সহকারী উপপরিদর্শক(এএসআই)হারুন অর রশিদ মারা যায়।
মাওনা হাইওয়ে থানার পরিদর্শক(ওসি)হেলালুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ এবং আহত কনষ্টেবল মানিক, কনষ্টেবল জব্বার, মাইক্রোবাসের চালক ফারুক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দায়ী ট্রাক এবং মাইক্রোবাসটি আটক করা হয়েছে।
১২ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস