এফ এম কামাল হোসেন, কাপাসিয়া প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় বাংলাদেশ এসোসিয়েশন ফর সোস্যাল এডভান্সমেন্ট (বাসা) এর উদ্যোগে ১২ মার্চ শনিবার দিনব্যাপী সমৃদ্ধি কর্মসূচির আওতায় পল্লী সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও ভিক্ষুক পুনর্বাসন অনুষ্ঠান রাওনাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ এসোসিয়েশন ফর সোস্যাল এডভান্সমেন্ট (বাসা) এর নির্বাহী পরিচালক আ.ক.ম.সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপাতি মুহম্মদ শহীদুল্লাহ, অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, পিকেএসএফ এর মহাব্যবস্থাপক ও কার্যক্রম টীম লিডার মোঃ মশিয়ার রহমান, পিকেএসএফ প্রোগ্রাম অফিসার মাসুম কবির, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ গাফফার, রাউনাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি জয়নাল আবেদীন, বাসা ময়মনসিংহ ও গাজীপুরের জোনাল ম্যানেজার মোঃ মোতালিব হোসেন ও মোরশেদ আলী মিয়া, আরএম সাজ্জাদ হোসেন, শাখা ব্যাবস্থাপক আব্দুল খালেক ও ইলিয়াস কাঞ্চন, ফোকাল পার্সন মোঃ জাকির হোসেন,স্বাস্থ্য সহকারি মাসুদ আব্বাসী, গোপী নাথ রায় প্রমুখ। এসময় আত্ত্বকর্মসংস্থানের লক্ষ্যে ভিক্ষুকদের মাঝে একটি অটো রিক্সা, একটি গাভী , মুদির দোকান, সেনিটারী লেট্রিন এবং ৪৫টি প্রাইমারি স্কুলের ছাত্র/ছাত্রীদের অংশ গ্রহনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
১৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস