জাহাঙ্গীর আলম,গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কলিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে উপজেলার চন্দ্রা ফুড প্লাজা নামের একটি হোটেলকে নিন্ম মানের খাবার পরিবেশন ও পরিবেশ অস্বাস্থ্যকর থাকার কারণে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান সূত্রে জানা যায়, রোবরার দুপুরে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় চন্দ্রা ফুট প্লাজা নামে একটি হোটেলে দীর্ঘদিন ধরে নি¤œ মানের খাবার পরিবেশন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করা হয় বলে এমন অভিযোগে ভ্রাম্যামান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এর সত্যতা পাওয়ায় চন্দ্রা ফুড প্লাজা হোটেলের মালিক মোঃ ইলিস চৌধুরীকে নগদ ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়।
কালিয়াকৈর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ সিরাজুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান পরিচালনা করেন।
কালিয়াকৈরের সহকারী কমিশনার(ভূমি) মোঃ সিরাজুল ইসলাম জানান, হোটেলে খাবারে মান নি¤œ থাকায় এ জরিমানা করা হয়েছে। তবে,অভিযান চলমান থাকবে।
১৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস