সোমবার, ১৪ মার্চ, ২০১৬, ১০:৩৭:১৯

যেভাবে পাওয়া যাবে বাউবির এইচএসসি পরীক্ষার ফল

যেভাবে পাওয়া যাবে বাউবির এইচএসসি পরীক্ষার ফল

গাজীপুর : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালের (বাউবি) অধীনে ২০১৪ সালের এইচএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।  পাসের হার ৭৪ দশমিক ৮০ ভাগ।

সোমবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের যুগ্ম পরিচালক মো. আবুল কাসেম শিকদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

১ম ও ২য় বর্ষের ফলাফল exam.bou.edu.bd ঠিকানায় পাওয়া যাবে। SMS এর মাধ্যমে ফলাফল পাওয়ার জন্য bou<space>student ID (11digits without any space, for example 13011811001) লিখে বাংলালিংক-এ ২৭০০ এবং অন্যান্য অপারেটরে ২৭৭৭ এ SMS পাঠাতে হবে।

এবার বাউবির এইচএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের পরীক্ষায় মোট ১ লাখ ৫১ হাজার ৫৯১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।  এর মধ্যে ২য় বর্ষে মোট ৭৯ হাজার ৭১৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।  চূড়ান্ত পরীক্ষায় বিভিন্ন গ্রেডে মোট ৫৯ হাজার ৬২৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।

উত্তীর্ণদের মধ্যে ৭ জন এ প্লাস, ৭৩৫ জন ‘এ’, ৫ হাজার ১৯২ জন ‘এ(-), ১৫ হাজার ২১১ জন ‘বি’, ৩১ হাজার ২১৯ জন ‘সি’ এবং ৭ হাজার ২৬৩ জন ‘ডি’ গ্রেড পেয়েছে।  

 উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৩৬ হাজার ৮৩৩ জন ছাত্র এবং ২২ হাজার ৭৯৪ জন ছাত্রী রয়েছে।  ছাত্রদের পাসের শতকরা ৭৩ দশমিক ৮৪ ভাগ এবং ছাত্রীদের পাসের হার শতকরা ৭৬ দশমিক ৪১ ভাগ।  একইসঙ্গে ৭১ হাজার ৮৭৭ জন প্রথম বর্ষের শিক্ষার্থীর পরীক্ষার ফলও প্রকাশ করা হয়েছে।
১৪ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে