মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬, ০৪:৩৮:৩৫

গাজীপুরের কালিয়াকৈরে পৃথক সড়ক দুর্ঘনায় নিহত ৩, আহত ১৫

 গাজীপুরের কালিয়াকৈরে পৃথক সড়ক দুর্ঘনায় নিহত ৩,  আহত ১৫

জাহাঙ্গীর আলম, গাজীপুর প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের র্মত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মির্জাপূর কুমুদ্দিনী হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাতটার দিকে কোনাবাড়ী হতে একটি লেগুনা করে ১৫/২০জন ইটভাটার শ্রমিক হাটুভাঙ্গার ভাটার কাজের উদ্দেশ্যে রওয়ানা দেয়।  লেগুনাটি কালিয়াকের বাইপাস এলাকায় এসে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে ধান ক্ষেতে পড়ে যায়। ্এ ঘটনায় কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়। আহতদের কালিয়াকৈর ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার একজনকে মৃত ঘোষনা করেন। গুরুতর আহত ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে যাওয়া হলে এক জনের মৃত্যু মৃত্যু হয়। এছাড়া সোমবার রাত ২ টার দিকে কালিয়াকৈর সুত্রাপুর এলাকায় নৈশকোচের ছাদ থেকে পড়ে অজ্ঞাত এক ব্যাক্তি নিহত হয়েছে। হতাহতের নাম পরিয়চয় জানা যায়নি।
১৫ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে