শনিবার, ১৯ মার্চ, ২০১৬, ০৭:২০:২৮

গাজীপুরে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাকে হত্যা

গাজীপুরে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাকে হত্যা

জাহাঙ্গীর আলম, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে সোনালি ব্যাংকের অবসরপ্রাপ্ত এক কর্মকর্তাকে মারধর ও শাষরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আটক হয়েছে নিহতের স্ত্রী-ছেলেসহ তিনজন। আর নিহতের মরদেহের ময়নাতদন্ত করাতে নেয়া হয়েছে গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে। হাসপাতাল সূত্র ও নিহতের স্বজনরা জানান, গতরাত ১টায় নগরের জয়দেবপুরের বরুদা এলাকায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দীন খানকে মারধর ও শাষরোধ করে নিজ বাসায় হত্যা করে স্টোককরে মৃত্যু হয়েছে বলে চালানোর চেষ্টা করা হয়। প্রতিবেশী ও স্বজনরা হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে নিহতের স্ত্রী জাহানারা বেগম, ছেলে মানিক ও স্ত্রীর বোন পারভিনকে আটক করেছে পুলিশ। পারিবারিক বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।
১৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস /কেএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে