জাহাঙ্গীর আলম, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কাঁচারস এলাকায় শনিবার বিকেলে এক বৃদ্ধ নারী তার ছেলের দায়ের কোপে নিহত হয়েছে। নিহতের নাম আনোয়ারা বেগম (৬০)। তিনি কালিয়াকৈর উপজেলার কাঁচারস এলাকার আনছার আলীর স্ত্রী। ঘটনার পর ঘাতক ছেলে শাহজাহান হোসেন সাজু (৪০)পালিয়ে গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কালিয়াকৈর উপজেলার কাঁচারস এলাকার শাহজাহান হোসেন সাজু (৪০) বাঁশ বিক্রি করতে শনিবার বিকেলে তাদের বাঁশ বাগানে যায়। এসময় বাগানের বাঁশ কাটতে শাহজাহান হোসেন সাজুকে তার বৃদ্ধ মাতা আনোয়ারা বেগম বাধা দেয়। এনিয়ে মা ও ছেলের মাঝে বাকবিতন্ডা ও ঝগড়া হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে শাহজাহান দা দিয়ে পেছন দিক দিয়ে তার মায়ের ঘাড়ে কোপ দেয়। এতে আনোয়ারা বেগম ঘটনাস্থলেই নিহত হয়। এঘটনার পর ছেলে শাহজাহান হোসেন সাজু পালিয়ে গেছে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক(এসআই) মুক্তি মাহমুদ জানান,বিকেল শাহজাহান বিক্রির উদ্যেশ্যে তাদের বাঁশ বাগান থেকে বাঁশ কাটতে যায়। এ সময় তার মা বাধা দিলে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে শাহজাহান দা দিয়ে তার মায়ের ঘাড়ের পেছন দিক দিয়ে কোপ দেয়। এতে আনোয়ারা বেগম ঘটনাস্থলেই মারা যান।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আঃ মোতালেব মিয়া জানান, ঘটনার পর থেকে নিহতের ছেলে পলাতক রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছেও বলে জানান ওসি।
১৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস /কেএস