রবিবার, ২৭ মার্চ, ২০১৬, ০৭:৪৫:২৬

গাজীপুরে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

গাজীপুরে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

জাহাঙ্গীর আলম, গাজীপুর প্রতিনিধি: অবৈধভাবে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ ও ছুটির টাকাসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় মার্স স্টিচ লিমিটেড নামের একটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এসময় শ্রমিকরা বিক্ষোভ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। দুপুর ২টা থেকে আড়াইটা পরযন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ রাখে শ্রমিকরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও শ্রমিকরা জানায়, অবৈধ শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ ও ছুটির টাকাসহ বিভিন্ন দাবিতে আজ দুপুরে শাহাদত প্লাজার ওই কারখানার শ্রমিকরা কর্মবিরতি করে বিক্ষোভ করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার পার্শ্ববর্তী ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে শ্রমিকদের সরিয়ে দিতে চাইলে পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষ বাঁধে। পুলিশের লাঠিপেটার জবাবে শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। সংঘর্ষে অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন বলে দাবি শ্রমিকদের। পরে পুলিশ লাঠিপেটা করে শ্রমিকদের হটিয়ে দেয়।  বেলা সাড়ে ৩টার দিকে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকরা সমঝোতা বৈঠকে বসার পর পরিস্থিতি শান্ত হয়।
২৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে