জাহাঙ্গীর আলম, গাজীপুর প্রতিনিধি: “আমরা সবাই তনুর ভাই, তনু হত্যার বিচার চাই।”- শীর্ষক শ্লোগান আর ব্যানারে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদ ও বিচারের দাবীতে গাজীপুরের কোণাবড়িতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও মানব বন্ধন করেছে ”একদল স্বেচ্ছাসেবক” নামে একটি সংগঠন। সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পরযন্ত অবরোধ ও মানব বন্ধনে কমপক্ষে ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহন করে।
এসময় বক্তব্য দেন গাজীপুর সিটি কর্পোরেশনের স্থানীয় কাউন্সিলর সেলিম রহমান, নাজমুল হোসেন। বক্তারা বলেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুকে কুমিল্লা সেনানিবাসের অভ্যন্তরে নির্যাতন শেষে হত্যা করা মানবতার চরম লঙ্ঘন। এঘটনার দৃষ্টান্ত মূলক বিচার দাবী করেন তারা।
পরে পুলিশী হস্তক্ষেপে সাড়ে ১০টার দিকে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা।
২৯ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস