জাহাঙ্গীর আলম, গাজীপুর প্রতিনিধি: মানবতাবিরোধী যুদ্ধাপরাধের মামলায় ফাঁসির মৃত্যু পরোয়ানা প্রাপ্ত আসামি জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর সঙ্গে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে তার আইনজীবী ছেলেসহ দুই আইনজীবী বৃহস্পতিবার দেখা করেছেন। এসময় তারা রিভিউ করা নিয়ে নিজামীর সঙ্গে কথা বলেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২এর সুপার প্রশান্ত কুমার বণিক জানান, বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে মানবতাবিরোধী যুদ্ধাপরাধের মামলায় ফাঁসির মৃত্যু পরোয়ানা প্রাপ্ত মতিউর রহমান নিজামী সাহেবের রিভিউর ব্যাপারে কথা বলার অনুমতি চেয়ে লিখিত আবেদন নিয়ে তার ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন ওরফে নাজিবুর রহমান ও আইনজীবী মতিউর রহমান আকন্দ কারাগারে আসেন। পরে আনুষ্ঠানিকতা শেষে তাদের দুপুর দেড়টায় নিজামীর সঙ্গে তাদের কথা বলার ব্যবস্থা করা হয়। তারা কারাগারের একটি কক্ষে সাক্ষাৎ করেন এবং প্রায় আধা ঘন্টা কথা বলেন। এরপর ২টা ১০মিনিটে তারা কারাগার থেকে বের হন এবং কারা চত্বর ত্যাগ করেন। আগামী ৩ এপ্রিল আদালতে তার লীভ পিটিশন শুনানী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইতোপূর্বে আদালত কর্তৃক মতিউর নিজামীর মৃত্যু পরোয়ানা বহালের রায় ঘোষণার পর গত ১৬মার্চ এবং ২৪মার্চ দুই দফা ছেলে নাজিবসহ তিন আইনজীবী এবং পরিবারের সদস্যরা নিজামীর সঙ্গে দেখা করেছেন।
৩১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস