এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর এলাকা থেকে গতকাল ৪ এপ্রিল, সোমবার সকালে মোবাইল কোম্পানীর টাওয়ারের ৫২ টি ব্যাটারী সহ ৫ চোরকে এলাকাবাসি আটক করে থানা পুলিশে সোর্পদ করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
কাপাসিয়া থানার অফিসার ইন-চার্জ মীর রকিবুল হক জানায়, গ্রামীণ ফোন কোম্পানী ও বাংলালিংক মোবাইল কোম্পানীর টাওয়ারের ৫২ টি ব্যাটারী সহ অন্যান্য সরঞ্জামাদি চুরি করে পালাবার সময় থানা পুলিশ তাদের আটক করে। চোরের দল সোমবার ভোর রাতে কিশোরগঞ্জের হোসেনপুর, নরসিংদীর মনোহরদী ও কাপাসিয়ার টোক বাজারের মোবাইল টাওয়ারের ব্যাটারী চুরি করে একটি পিক-আপ (ঢাকা- মেট্রো- ট- ১১-৬৯১৪) যোগে পালাবার প্রস্তুতি নিচ্ছিল। থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আশপাশে টহল বসায়। পরে কাপাসিয়া ও কালীগঞ্জের সিমান্তবর্তী এলাকায় বাজারের পাহারাদার সড়কে ব্যারিকেড দিয়ে তাদের আটক করার চেষ্টা করে। এ সময় থানার এসআই তরিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ তাদের আটক করে। আটককৃত চোররা হলো, রবি মোবাইল টাওয়ারের প্রাক্তন কর্মচারী কুমিল্লা সাথিয়া থানার আব্দুস সাত্তারের পুত্র আমিনুল ইসলাম ওরফে আলমগীর হোসেন (৩৬), হোমনা উপজেলার লটিয়া গ্রামের মনির হোসেনের পুত্র মোঃ সুমন (২২), কুমিল্লা জেলার পাথরকান্দি গ্রামের নুরুল ইসলামের পুত্র সাইদুল ইসলাম (২০), ভোলা উপজেলার চরইলিশা গ্রামের মৃত আলমগীরের পুত্র বাংলালিংক কোম্পানীর পারভেজ (২৫) ও মোঃ ফারুক হোসেন (২২)। এরা সবাই ঢাকার রামপুরা এলাকার একটি মেসে বসবাস করে। এ সময় চোর দলকে আটক করতে গিয়ে আব্দুল আজিজ, হাফিজ উদ্দিন, ইকবাল হোসেন ও রোবেল আহত হয়।
৪ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর