বৃহস্পতিবার, ০৭ এপ্রিল, ২০১৬, ০৯:৫১:২৭

ইউপি নির্বাচনে সরকার নিরপেক্ষতা প্রমান করতে ব্যর্থ হয়েছে: হান্নান শাহ্

ইউপি নির্বাচনে সরকার নিরপেক্ষতা প্রমান করতে ব্যর্থ হয়েছে: হান্নান শাহ্

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্ বলেছেন, চলতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকারের আসল চেহারা উন্মোচিত হয়েছে। সরকার নিরপেক্ষতা প্রমান করতে সম্পূর্ণ রুপে ব্যর্থ হয়েছে। নিল নকশার এ নির্বাচনের দায় সরকারকে বহন করতে হবে। জনগনের রোষানলে পড়ে একদিন দেশ ছেড়ে পালাবারও সময় পাবে না বলে উল্লেখ করেন। তিনি গতকাল ৬ এপ্রিল, বুধবার সন্ধ্যায় গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়ন বিএনপির এক দলীয় কর্মী সভায় উপরোক্ত বক্তব্য রাখেন। ঘাগটিয়াস্থ হান্নান শাহ্’র গ্রামের বাড়ি আঙ্গিনায় আয়োজিত কর্মী সভায় টোক ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাইদ মাহমুদুল হক বুলবুলের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, সহ-সাধারণ সম্পাদক এফ এম কামাল হোসেন, টোক বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক রোকন, কামরুজ্জামান সবুর, বাসির উদ্দিন, হুমায়ূন কবির, জজ মিয়া, আব্দুস সাত্তার, আব্দুস সামাদ প্রমূখ। পরে হান্নান শাহ্  বিএনপি মনোনিত চেয়ারম্যান পদ প্রার্থী আবু বকর সিদ্দিক কিরনকে পরিচয় করিয়ে দেন এবং তাকে ধানের শীষ মার্কায় ভোট দেয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।
তিনি আরো বলেন, যে কোন পরিস্থিতিতে দলের প্রতি দায়বদ্ধতা স্বিকার করে কর্মীদের কাজ করে যেতে হবে। ক্ষমতাসীনদের বিদ্রোহের আগুনে পুড়েই তারা ছারখার হয়ে যাবে। বিএনপি দলীয় প্রত্যেকটি কর্মী যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কাপাসিয়ার ১১ টি ইউনিয়নেই বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। বিগত দিনে ভোট দিতে না পেরে সরকারের প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। সাধারণ মানুষের মনে প্রতিশোধের আগুন জ্বলছে।
এর আগে সকালে উপজেলার ১১ টি ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষতা বজায় রাখার তাগিদে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপজেলা প্রশাসন ও  পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর রকিবুল হকের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক এমদাদুল হক, সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার মাষ্টার, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক এফ এম কামাল হোসেন, সোলায়মান মোল্লা, কফিল উদ্দিন বেপারী, সেলিম হোসেন আরজু, আনোয়ার হোসেন প্রমূখ।  
০৭ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে