জাহাঙ্গীর আলম, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর বন রেঞ্জের আওতাধীন চন্দ্রা বন বিটের জমি অবৈধভাবে জবর দখল করে ঘরবাড়ী তৈরি করে একটি ভূমিদস্যু চক্র। শনিবার সকালে বন বিভাগ অবৈধ দখলে থাকা জমিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। বন বিভাগ অভিযানে প্রায় এক একর জমির মধ্যে থাকা স্থাপনা ভেঙ্গে ঘুড়িয়ে দিয়ে ওই জমি বনের দখলে নিয়ে আসে। যার আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা।
বনবিট অফিস সুত্র জানায়, কালিয়াকৈর বন রেঞ্জের চন্দ্রা বন বিটের ৫শত গজ দুরে চান্দরা উত্তরপাড়া এলাকায় বনের জমি দখল করে টাকার বিনিময়ে একটি প্রভাবশালী চক্র বেশকিছু অবৈধ স্থাপনা নির্মাণ করে। খবর ঢাকা বিভাগীয় সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ আবু সালেক প্রধান এর নেতৃত্বে শনিবার সকালে ওই অবৈধ দখল মুক্ত করতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় বনের জমিতে নির্মাণ করা বেশ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানে কালিয়াকৈর বন রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুল মোতালেব,চন্দ্রা বিট কর্মকর্তা হারুন-উর-রশিদ খানসহ কালিয়াকৈর রেঞ্জ, কাচিঘাটা রেঞ্জের আওতাধীন বিট কর্মকর্তা ও কর্মচারী।
ঢাকা বিভাগীয় সহকারী বন সংরক্ষক (এসিএফ) আবু সালেক প্রধান জানান, প্রায় ৫ কোটি টাকার মূল্যের জমির অবেধস্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বনের জমি দখল করে নির্মিত অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
৯ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস