শনিবার, ০৯ এপ্রিল, ২০১৬, ০৮:২৫:৫০

মাতৃ মৃত্যুর হার কমাতে সরকার আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছে: চুমকি

 মাতৃ মৃত্যুর হার কমাতে সরকার আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছে: চুমকি

জাহাঙ্গীর আলম,গাজীপুর প্রতিনিধি: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতে বিশেষ নজর দিচ্ছে। দেশের একটি মাও যেন চিকিৎসার অভাবে মৃত্যুবরণ না করে। কারণ সরকার মাতৃ মৃত্যুর হার কমিয়ে আনতে আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছে।
তিনি শনিবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পৌর এলাকার চৌড়া বড়নগর সড়কে কালীগঞ্জ ডায়াগনস্টিক ও হাসপাতাল উদ্বোধন শেষে হাসপাতাল প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশে এক সময়  কমিউনিটি ক্লিনিক চালু ছিল। কিন্তু তা বন্ধ হয়ে গেলেও আওয়ামী লীগ সরকার তা পূনরায় চালু করার ব্যবস্থা করেছে এবং সেখানে বিনামূল্যে ঔষধের ব্যবস্থা করেছে।

হাসপাতালের চেয়ারম্যান ডা: মো. আরমান হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো, মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন- পৌর আওয়ামী লীগ সভাপতি আহমেদুল কবির, সাধারণ সম্পাদক মো. শাহ আলম দেওয়ান, যুবলীগ সভাপতি মো. বাদল হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি জুয়েনা আহমেদ, ছাত্রলীগ সভাপতি মো. আমির হামজা, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, পৌর ছাত্রলীগ সভাপতি মো. শাহ আলম শেখসহ ওই হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলা, পৌর, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।  
৯ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে