জাহাঙ্গীর আলম, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৭ ইউনিয়নে চতুর্থ ধাপে আগামী ৭ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল মোতাবেক সোমবার ছিল প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই এর শেষ দিন। নির্বাচন কমিশন কালিয়াকৈরের ৭ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ৪০ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন। এছাড়া সংরক্ষিত মহিলা ও সাধারন সদস্য পড়ে ২ শতাধিক প্রার্থী তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
এদিকে সোমবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের এক বর্ধিত সভায় ৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচনে আওয়ামীলীগ দলীয় বিদ্রোহী প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহারের দলীয় ভাবে নিদের্শ প্রদান করা হয়। ১৮ এপ্রিল বিদ্রোহী প্রার্থীরা দলীয় নিদের্শ অমান্য করে মনোনয়ন প্রত্যাহার না করলে কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী দল থেকে বহিষ্কার করা হবে বলেও ওই বর্ধিত সভায় হুসিয়ারী প্রদান করা হয়।
সোমবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদকের মোঃ কামাল উদ্দিন সিকদার এর বাস ভবন উপজেলার মাটিকাটা এলাকায় নির্বাচন সক্রান্ত এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত মোঃ আকবর আলীর সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রাপ্ত মোঃ নাছিম কবির, জেলা কৃষকলীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রাপ্ত মোঃ শাহাদাত হোসেন প্রমুখ।
কালিয়াকৈর উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, মনোনয়ন যাচাই বাছাই শেষে বৈধ প্রার্থীলা হচ্ছে উপজেলার বোয়ালী ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগের মোঃ সাহাদত হোসেন, আ.লীগের বিদ্রোহী মোঃ ফরিদ আহমেদ, মজিবুর রহমান(স্বতন্ত্র), মোঃ হাবিব (স্বতন্ত্র), হাফিজ উদ্দিন(স্বতন্ত্র)বিএনপির আ ন ন ম খলিলুর রহমান ইব্রাহীম, চাপাইর ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগের আহসান হাবিব,বর্তমান চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু(স্বতন্ত্র), এটিএম খোরশেদ আলম(স্বতন্ত্র),শামীম উজ্জামান(স্বতন্ত্র),মোঃ ইমারত হোসেন(কৃষক শ্রমিক জনতা লীগ), মোঃ শামসুল হক(স্বতন্ত্র),বিএনপির এএইচ এম শওকত ইমরান,আটাবহ ইউনিয়নে আ.লীগের এম এ আলীম, আ.লীগের বিদ্রোহী আলাল উদ্দিন মোল্লা(স্বতন্ত্র), তরিকত ফেডারেশনের মোঃ জয়নাল আবেদীন, মোঃ সাখাওয়াত হোসেন(স্বতন্ত্র), মজিবুর রহমান(স্বতন্ত্র), সঞ্জয় কুমার শাহা(স্বতন্ত্র),মোঃরেজাউল আলম(স্বতন্ত্র), মোঃ আবুল বাশার চৌধুরী(স্বতন্ত্র), মোঃ কহিনুর ইসলাম রাজু(স্বতন্ত্র),বিএনপির মাখসুদুর রহমান হেলালী, ফুলবাড়ীয়ার আ.লীগের অধ্যাপক আঃ হাকিম মিয়া, আ.লীগের বিদ্রোহী আব্দুল রাজ্জাক(স্বতন্ত্র), মোঃ আরিফ হোসাইন(স্বতন্ত্র),বিএনপির এড.জাকিরুল ইসলাম,সুত্রাপুরের আ.লীগের মোঃ বজলুর রহমান, বিএনপির এবাদত হোসেন,মোঃ সোলাইমান হোসেন(স্বতন্ত্র), ঢালজোড়ার আ.লীগের আব্দুর রাজ্জাক, মোঃ আক্তারুজ্জামান(স্বতন্ত্র), আ.লীগের বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান ইছাম উদ্দিন(স্বতন্ত্র), বিএনপির খোরশেদ আলম, এবং মধ্যপাড়ায় আ.লীগের মোঃ নাছিম কবির, জাতীয় পার্টির ডাঃ আজিজুর হক, মোঃ শফিকুল আলম(স্বতন্ত্র), মোঃ ফরিদুল ইসলাম সাগর(স্বতন্ত্র), মোঃ ছানোয়ার হোসেন(স্বতন্ত্র), এবং বিএনপির এস এম সিরাজুল হক স্বপনসহ চেয়ারম্যান পদে ৪০ জন, সংরক্ষিত মহিলা ও সাধারন সদস্য পদে ২ শতাধিক প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।
আগামী ১৮ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহরের শেষ দিন এবং ৭ মে আনুষ্ঠানিক ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে কালিয়াকৈর নির্বাচন কর্মকর্তা আমিনুল ইসলাম মিয়া জানান।
১১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/প্রতিনিধি/এইচএস/কেএস