জাহাঙ্গীর আলম, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে সরকারী খাস জমি থেকে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করার দায়ে একটি ভেকু জব্দ করা হয়েছে। মঙ্গলবার গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিনিতা রানী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই ভেকুটি জব্ধ করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরীর ১২নং ওয়ার্ডের বাইমাইল এলাকায় সরকারী খাস জমি থেকে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করা হচ্ছে এমন সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে ভেকু রেখে মাটি ব্যবসায়িরা পালিয়ে যায়। পরে আদালত ওই ভেকুটি জব্দ করে। অভিযানকালে উপস্থিত ছিলেন কোনাবাড়ী ইউনিয়ন সহকারী কর্মকর্তা (ভূমি) মো. আবদুল ওয়াহাব, সার্ভেয়ার মো. তোফাজ্জল হোসেন, কর্মকর্তা কর্মচারী ও আর্ম পুলিশ।
এ ব্যাপারে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারহানা মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। পরে সরকারী খাস জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি করার সত্যতা পাওয়া যায়। এঘটনায় একটি ভেকু জব্দ করা হয়েছে। তবে মাটি ব্যবসায়িরা পালিয়ে গেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
১২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস