বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬, ০৫:৩৬:০১

নববর্ষের আনন্দ উপভোগ করতে এসে বাড়ী ফেরা হলো না দুই বন্ধুর

 নববর্ষের আনন্দ উপভোগ করতে এসে বাড়ী ফেরা হলো না দুই বন্ধুর

জাহাঙ্গীর আলম, গাজীপুর থেকে: গাজীপুরে বাংলা নববর্ষের আনন্দ উপভোগ করতে মোটরসাইকেল নিয়ে চার বন্ধু মিলে ঘুরতে এসে আর বাড়ী ফেরা হলো  অনার্সের প্রথম বর্ষে পড়ুয়া ছাত্রসহ দুই বন্ধুর। বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের উত্তরা ফিলিং ষ্টেশনের পার্শ্বে মুনশুরপুর এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে সৌরভ হোসেন (২৫) নামের এক যুবক ও পরে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়ার পথে নিমন হোসেন (২০) নামের আরো এক যুবকের মৃত্যু হয়।      
নিহত সৌরভ গাজীপুর সদর উপজেলার মাধববাড়ী এলাকার সোলেমান হোসেনের ছেলে ও নিমন একই উপজেলার উত্তর ছায়াবীথী এলাকার শাকিল মিয়ার ছেলে।   
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) মো. আজিজুর রহমান জানান, গাজীপুর সদর থেকে দু’টি মোটরসাইকেল নিয়ে চার বন্ধু মিলে ঘুরতে আসে কালীগঞ্জ উপজেলায়। বিকেলে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মুনশুরপুর নামকস্থানে বন্ধু নিয়নসহ সৌরভের বেপরোয়া গতির মোটরসাইকেলটি (ঢাকা মেট্রো ল-১৫-১৩২০) উত্তরা ফিলিং ষ্টেশনের পার্শ্বের একটি কালভার্টের পিলারের সাথে আঘাত লাগে। এতে ঘটনাস্থলে সৌরভ নিহত হয় এবং গুরুতর রক্তাক্ত অবস্থায় নিমনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: মো. আশরাফুল ইসলাম উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের নির্দেশ প্রদান করেন। ঢামেকে নিয়ে যাওয়ার পথে নিমনের মৃত্যু হয়।
তিনি আরো জানান, নিহত সৌরভ গাজীপুর আজিম উদ্দিন কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র। তিনি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপি-এ ৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  
১৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে