জাহাঙ্গীর আলম, গাজীপুর থেকে: গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানকে ফের গ্রেপ্তার করা হয়েছেন। শুক্রবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকা থেকে তাকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। এর আগে গত বছরে একবার গ্রেপ্তার হয়েছিলেন মেয়র মান্নান।
গাজীপুর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার একটি পুরোনো মামলায় তাকে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তা ওই কর্মকর্তা সুনির্দিষ্টভাবে বলতে পারেননি।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান বলেন, গাড়ি পোড়ানোর একটি মামলায় এম এ মান্নানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মেয়র এম এ মান্নানের স্ত্রী সাজেদা মান্নান বলেন, শুক্রবার দুপুরে তিনি গাজীপুরের সালনা এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দিতে নিজ বাড়িতে যান।
সেখানে জুমার নামাজ শেষে সঞ্চালনা বাড়ি থেকে কালিয়াকৈর হয়ে ঢাকায় যাচ্ছিলেন। যাওয়ার পথে কালিয়াকৈর উপজেলার ভাটারা এলাকা থেকে তাকে গাজীপুর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে।
সম্প্রতি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর উচ্চ আদালতের রায়ে সাময়িক বরখাস্ত মেয়র মান্নান তার পদ ফিরে পান। ২০১৩ সালের ৬ জুলাই বিপুল ভোটে গাজীপুরের প্রথম নগরপিতা নির্বাচিত হন সাবেক প্রতিমন্ত্রী বিএনপির এই নেতা।
বিএনপির সরকারবিরোধী আন্দোলন চলাকালে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় তিনি দীর্ঘদিন কারাভোগ করেন। এই অভিযোগে তাকে বরখাস্তও করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি মেয়র পদ ফিরে পান।
১৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস