এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষতা বজায় রাখার তাগিদে গাজীপুরের কাপাসিয়ায় স্থানীয় সাংবাদিকদের সাথে ১৬ এপ্রিল, শনিবার সকালে দলের অস্থায়ী কার্যালয়ে মতবিনিময় করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্ পিএসসি ।
কাপাসিয়া উপজেলা বিএনপির আয়োজনে সাফাইশ্রীস্থ দলের অস্থায়ী কার্যালয়ে এ সময় অন্যান্যেও মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, সাবেক সভাপতি অধ্যাপক ফ ম এমদাদুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাষ্টার, করিম বেপারী, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আফজাল হোসাইন বেপারী, নাজমুল হোসেন ভূঁইয়া, এফ এম কামাল হোসেন, বিএনপি নেতা কাজী আফতাব উদ্দিন, অ্যাড. এমদাদুল হক লাল, মাসুদ আহমেদ, আনোয়ার হোসেন বেপারী, সেলিম হোসেন আরজু, অ্যাড. আজিজুল হক বাবুল, অ্যাড. ইকবাল হোসেন, ছাত্রদল নেতা ইমরান হোসেন শিশির প্রমূখ।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ.স.ম. হান্নান শাহ্ উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থীরা সরকারী দলের নেতাদের হুমকী, বাধার সম্মখীন ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন। তিনি জানান, উপজেলার সনমানিয়া ইউনিয়নে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সন্ত্রাসী বাহিনী নিয়ে পুরো ইউনিয়ন চষে বেড়ান এবং বিএনপি কর্মি সমর্থকদের প্রচারণায় বাধা, পোষ্টার ছিঁড়ে ফেলা, হাত-পা ভেঙ্গে ফেলার হুমকী প্রদান করেন। ঘাগুটিয়া ও চাঁদপুর ইউনিয়নে মোটর সাইকেল মহড়া ও মাইক ব্যবহার করে সভা করায় আচরণবিধি ভঙ্গ হচ্ছে বলে জানান। এ মুহূর্তে উপজেলার ১১৭ টি কেন্দ্রের মাঝে ৩৫টি কেন্দ্র অত্যাধিক ঝুঁকিপূর্ন রয়েছে। তিনি জনগনের ভোটের সত্যিকার প্রতিফলনের জন্য সুষ্ঠু ও শান্তিপূর্ন নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
তিনি আরো বলেন, চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রশাসন প্রশ্রয় না দিলে কেউ ঝামেলা করতে পারবেনা। কেউ যাতে পেশীশক্তি ব্যবহার করতে না পারে এবং নির্বাচন গুলো যাতে সঠিক ও অংশ গ্রহন মূলক নির্বাচন হয় তার আহবান জানান। বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ভাবে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে, তা কাপাসিয়াতেও হবার আশংকা প্রকাশ করেন। যদি সরকার ও নির্বাচন কমিশন ২৩ তারিখের নির্বাচন পরিচালনায় ব্যর্থ হয় তবে তার দায়ভার তাদেরই বহন করতে হবে। দেশের অনেক জায়গায় ভোটারদের অনীহা বা নিরোৎসাহিত করতে সরকার ভোটার বিহীন নির্বাচন করতে চায়। তাই আমরা এ কালচার থেকে বের হয়ে জাতীয় ও সকল পর্যায়ের নির্বাচনে ভোটারদের অংশগ্রহন নিশ্চিত করতে চাই। তিনি নির্বাচনের দিন সাংবাদিকদের নির্বাচন পর্যবেক্ষণ করার আহবান জানান। কারন সাংবাদিকের ক্যামেরার ফ্লাশ দেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
তিনি গাজীপুরের সর্বাধিক ভোটে নির্বাচিত মেয়র এম এ মান্নাকে রাজনৈতিক প্রতিহিংসা বশত বার বার মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও গ্রেফতারের নিন্দা এবং অভিলম্বে তার মুক্তির দাবী জানান। তিনি দীর্ঘদিন কারাবন্দি দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও সাংবাদিক নেতা শওকত মাহমুদের নিঃশর্ত মুক্তির দাবী করেন।
১৬ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস