এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের আওয়ামীলীগ ও ছাত্রলীগের ৪ নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার গভীর রাতে। এতে কেউ হতাহত না হলেও প্রত্যেকের বাড়ির দরজা-জানালার গ্লাস ভেঙ্গে গেছে। কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক সকালেই ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার সিংহশ্রী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বড়বেড় গ্রামের এইচ এম সোহাগ শেখের বাড়ি ঘরের জানালায় বোমা নিক্ষেপ করলে জানালার গ্লাস ভেঙ্গে আগুন ধরে যায়। এ সময় সোহাগ বাড়িতে না থাকায় তার মা ভাগনিকে নিয়ে ঘরে ঘুমাচ্ছিল। বোমার বিকট শব্দে তাদের ঘুম ভেঙ্গে যায় এবং এলাকাবাসী এগিয়ে আসে। একই কায়দায় ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নয়ানগর গ্রামের শফিকুল ইসলামের ঘরের দরজায়, কাপাসিয়া উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক বড় কাকিয়া গ্রামের অলিউল্লাহ ও আলাউদ্দিন খান উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নয়ানগর গ্রামের তাইফ আকন্দের বাড়ির ঘরের দরজায় পেট্রোল বোমা নিক্ষেপ করে দূর্বৃত্তরা। ইউপি নির্বাচন পরবর্তী জের ধরে এই ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসির ধারনা করছে। গত ২৩ এপ্রিল সিংহশ্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী শফিকুল ইসলামকে বিপুল ভোটে পরাজিত করে জয় লাভ করে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আশরাফ উদ্দিন খান আল আমিন। আওয়ামীলীগ নেতা কর্মীরা অভিযোগ করে বলেন, নির্বাচনে জয় লাভ করার পর থেকেই নৌকার কর্মী সমর্থকদের বিভিন্ন ভাবে মারধর ও হুমকী দিয়ে আসছিল বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকরা।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান, পেট্রোল বোমার আলামত পাওয়া যায়নি। তবে ঘটনা স্থল থেকে একটি সেভেন আপ এর বোতল উদ্ধার করা হয়েছে, যাহাতে কেরোসিনের গন্ধ পাওয়া যায়। তিনি আরো জানান, ইউপি নির্বাচন পরবর্তী আতঙ্ক সৃষ্টি লক্ষ্যে এই ধরনের ঘটনা ঘটাতে পারে। তদন্ত করে প্রকৃত অপরাধিদের ধরা হবে।
আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আশরাফ উদ্দিন খান আল আমিন তার কর্মীদের বিরোদ্ধে বোমা মারার অভিযোগ অস্বিকার করে বলেন, বিজয়ী চেয়ারম্যান হিসাবে শনিবার এলাকাবাসি একটি গণসংবর্ধণার আয়োজন করেছিল। এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং সংবর্ধণা অনুষ্ঠান বাতিল করার জন্য পরাজিত প্রার্থীর লোকজনই এ কাজ করেছে বলে তিনি পাল্টা অভিযোগ করেন। তার বিরোদ্ধে ক্ষমতাসীন দলের লোকজন গভীর ষড়যন্ত্র করছে বলে জানান।
০৬ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/প্রতিনিধি/এইচএস/কেএস