বুধবার, ০১ জুন, ২০১৬, ০৮:১১:০৭

মধ্যরাতে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১১টি ইউনিট

মধ্যরাতে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১১টি ইউনিট

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের নলজানী এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ওই পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আকাতারুজ্জামান লিটন জানান, মঙ্গলবার দিবাগত রাত ১১ টার দিকে ‘টার্গেট ফাইন ওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ নামের ওই সোয়েটার কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কর্মীরা প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৩টি, টঙ্গী ৪টি, শ্রীপুর ২টি ও উত্তরা ২টি মোট ১১টি ইউনিটের কর্মীরা প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। ০১ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে