নিউজ ডেস্ক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর সঙ্গে দেখা করতে গাজীপুরের কাশিমপুর কারাগারে গেছেন তার ছেলেসহ পাঁচ আইনজীবী।
এ বিষয়ে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন তারা। অনুমতি মিললেই মীর কাসেম আলীর সাথে দেখা করতে কারাগারের ভেতরে ঢুকবেন তারা।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কারাগারের সামনে যান।
কারাগারের সামনে রয়েছেন মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহম্মেদ বিন কাসেম, আইনজীবী মতিউর রহমান আকন্দ, বজলুর রহমান খান, নুরুল্লাহ ও নাজীবুর রহমান।
১১ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম