বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬, ০৬:৩৭:২৭

গাজীপুরে অবৈধ মশার কয়েল বিক্রির দায়ে জরিমানা

গাজীপুরে অবৈধ মশার কয়েল বিক্রির দায়ে জরিমানা

ছানাউল্যাহ নূরী,গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশনের জয়দেবপুর বাজারে ক্ষতিকারক অবৈধ মশার কয়েল রাখা ও বিক্রির দায়ে জরিমানা  করেছে ভ্রাম্যমান আদালত।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্যাট শামিমা শারমিন ও সায়মা আক্তার এ জরিমানা করেন।এসময় জয়দেবপুর বাজারে পাল এন্ড ব্রাদার্স, দুখাই পাল, মুক্ত মঞ্চ সংলগ্ন মাসুম স্টোর, অথই স্টোর ও কালি মন্দিরে মাধব ট্রেডার্সসহ আরো কয়েকটি মুদির দোকানে অভিযান পরিচালনা করাহয়। এসময় অবৈধমশার কয়েল রাখার দায়ে মাসুম স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এসএস কেমিক্যাল ওয়ার্কস, আরএম কেমিক্যাল ইন্ড্রাসট্রিজসি ট্রেড ফার্মাসিউটিকেলস লি: এবং সেলিম এন্টারপ্রাইজের কোন অবৈধ কোন কয়েল না পাওয়া যাওয়ায় জরিমানা করা সম্বভ হয় নাই।

এসময় ভ্রাম্যমান আদালতের পরিচালনার খবর পেয়ে অবৈধ মশার কয়েল সরিয়ে রাখে বলে খবর পাওয়া যায়। নির্বাহী ম্যাজিষ্ট্যাট শামিমা শারমিন ও সায়মা আক্তার অবৈধ মশার কয়েল বিক্রি না করার জন্য বিক্রেতাদের সতর্ক করে দেন। এসময় আরো উপস্থিত ছিলেন  জেলা বাজার কর্মকর্তা আব্দুস ছালাম।
৩০ জুন,২০১৬/এমটি নিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে