গাজীপুর: রাস্তার কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, রাস্তার কাজে মান নিয়েও আমি খুশি নই। দুই বছর আগে নবীনগর-চন্দ্রা চার লেনের কাজ শেষ হয়েছে। সেখানে একটু বৃষ্টি হলে গর্ত হয়ে যায়। মেরামত করতে বলেছি। মোরামত এখনও শেষ হয়নি।
শনিবার সকালে গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন করে মন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ঈদের দিন ৬ ঘণ্টা ছুটি দিয়েছি। আমি গেলেই আমার সামনে একটি গাড়ি নিয়ে চুলা জ্বালিয়ে দাঁড়িয়ে থাকে। তারপর আর কাজ হয় না। এটা খুব দুর্ভাগ্যজনক।
তিনি বলেন, রাস্তায় শৃঙ্খলা বজায় রাখতে হবে। আমি রাস্তা চার লেন, আট লেন করলাম কোনো লাভ হবে না। রাস্তা যারা চলেন তারা যদি শৃঙ্খলা না মেনে চলেন তাহলে চার লেন, আট লেন করে কি হবে?
এ সময় সড়ক ও জনপথের ঢাকা সার্কেলের তত্বাবধায়ক সবুজ উদ্দিন খান, গাজীপুর মহাসড়ক পুলিশ সুপার সফিকুর রহমানসহ সড়ক ও জনপথ এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
০৯ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম