গাজীপুর : জেলার কাশিমপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। মৃতের নাম কামাল পাশা (৪৫)। তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। মৃত কামাল পাশা টাঙ্গাইলের জাফরাযান এলাকার লিয়াকত আলীর ছেলে।
কাশিমপুর কারাগারের পার্ট-২ এর জেলার নাশির আহমেদ জানান, সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ অসুস্থবোধ করেন কামাল পাশা। এ অবস্থায় তাকে প্রথমে কারা হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত কামাল পাশা মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাসহ ৬টি মামলা রয়েছে। ১৯৯৭ সালে রমনা ও তেজগাঁও থানায় দায়ের করা দু’টি এবং ২০০০ সালে মোহাম্মদপুর থানায় দায়ের করা অপর একটি মামলায় তাকে যাজ্জীবন সাজা দেয় আদালত। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গত ২০০৫ সালের ২৬ আগস্ট তিনি কাশিমপুর কারাগারে স্থানান্তরিত হন।
১৩ জুলািই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম