এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: আমেরিকার নিউইয়র্ক ব্রঙ্কস কম্যুনিটি বোর্ড-১এর সদস্য মনোনীত হয়েছেন প্রবাসী বাংলাদেশী বিশিষ্ট সংগঠক, রাজনীতিবীদ, এক্টিভিষ্ট, প্রবাসী কম্যুনিটির পরিচিতি মুখ শাহজাহান শেখ । গত ২৬ মে ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট রবিন ডিয়াজ আগামী দুই বছরের জন্য শাহজাহান শেখকে সদস্য মনোনীত করেন। প্রবাসী বাংলাদেশী হিসাবে গৌরব অর্জনকারি শাহজাহান শেখ গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের মরহুম ইদ্রিস আলী শেখের পুত্র।
শাহজাহান শেখ ঢাকা বিশ্ববিদ্যালয় হতে রাষ্ট্রবিজ্ঞানে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি নিউইয়র্কের বরিকুয়া কলেজে হিউম্যান সার্ভিসের উপর অধ্যায়ন করছেন। তিন সন্তানের জনক শাহজাহান শেখ বোর্ড অব ইলেকশনে খন্ডকালীন এবং একটি বহুজাতিক কর্পোরেশনে দীর্ঘদিন যাবত কর্মরত। তিনি ২০১০ সালে সুইডেনে অনুষ্ঠিত আন্তর্জাতিক চিলড্রেন মিডিয়া সম্মেলন সহ বিভিন্ন সেমিনারে অংশগ্রহন করেন। তিনি বাংলাদেশে তার নিজ জেলায় কৃতি ছাত্র-ছাত্রীদের বৃত্তির ব্যবস্থা করেছেন। উল্লেখ্য শাহজাহান শেখ তার স্ত্রী মরিয়ম শেখ, তিন সন্তান মামুন শেখ, মবিন শেখ ও মঈন শেখ সহ পরিবার পরিজন নিয়ে এক যুগেরও বেশী সময় ধরে আমেরিকার নিউইয়র্ক ব্রঙ্কসে বসবাস করছেন।
১৬ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এইচএস/কেএস