এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে তাঁর জন্মভূমি গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা যুবলীগের উদ্যোগে ১৬ জুলাই শনিবার বিকালে কাপাসিয়া পুরাতন ধান বাজারে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব উদ্দিন আহমদ সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য মুহম্মদ শহীদুল্লাহ, কেন্দ্রীয় যুবলীগ যুগ্ম-সম্পাদক নাসরীন জাহান চৌধুরী শেফালী, কেন্দ্রীয় যুবলীগ সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আলমগীর হোসেন আকন্দ, গাজীপুর জেলা যুবলীগ সাধারণ সম্পাদক হাফিজুল্লাহ খোকা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অ্যাড.রেজাউর রহমান লস্কর মিঠু জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ভুইয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আমির হোসেন আমু, উপজেলা জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক জালাল উদ্দিন মোল্লা, উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা ইফতেখাইরুল ইসলাম লিটন, ছাত্রলীগ নেতা রাজিব ঘোষ, হিমেল খান, কাপাসিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি কাইয়ুম ভুইয়া,সাধারণ সম্পাদক সৈকত প্রমুখ।
সমাবেশ শেষে গাজীপুর জেলা যুবলীগের উদ্যোগে জঙ্গিবাদ, বোমাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উল্লেখ, আগামী ২৩ জুলাই তাজউদ্দীন আহমদের ৯১তম জন্ম বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের ২১ দিন ব্যাপী কর্মসূচি দেয়া হয়েছে।
১৬ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এইচএস/কেএস