বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬, ০২:৪৩:৫২

বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’র হাজার যাত্রী

বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’র হাজার যাত্রী

গাজীপুর : শ্রীপুর উপজেলায় কাওরাইদ এলাকায় ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে উত্তরবঙ্গগামী সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. সাইদুল ইসলাম জানান, ট্রেনের ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হলেও বগিগুলো লাইনেই রয়েছে। ওই ঘটনায় কেউ আহত হননি। এর কারণে উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ রুটের ট্রেনগুলো আশপাশের বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতি করেছে। ঢাকা ও ময়মনসিংহ থেকে উদ্ধারকারী দল পৌঁছে উদ্ধার করলে ট্রেন চলাচল সম্ভব হবে। তবে এ জন্য আরো কয়েক ঘণ্টা সময় লাগবে।

কাওরাইদ স্টেশনের মাস্টার মো. ইমদাদুল হক জানান, ট্রেনটির কিছু অংশ ময়মনসিংহের গফরগাঁও ও গাজীপুরের শ্রীপুরের সঙ্গে সংযোগকারী ব্রিজের উপর এবং ইঞ্জিনসহ কিছু অংশ গাজীপুরের কাওরাইদ এলাকায় রয়েছে। ইঞ্জিনের নিচে ঠেলা ট্রলি আটকে থাকতে দেখা গেছে। হয়তো রাস্তা পারাপারের সময় ওই ট্রলির সাথে সংঘর্ষের ফলে ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়েছে।
২৮ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে