গাজীপুর : সৎ মেয়েকে হত্যার দায়ে এক মাকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ. কে. এম এনামুল হক এ আদেশ দেন।
রায়ে একইসঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ওই নারীর নাম শাকিলা জাহান মরিয়ম ওরফে খুকি (৩০)। তিনি বরিশালের বাকেরগঞ্জ থানার শ্যামপুর গ্রামের আক্কাস আলী হাওলাদারের মেয়ে।
গাজীপুর আদালতের পিপি অ্যাডভেকেট হারিজ উদ্দিন আহমেদ জানান, ঢাকার কেরানীগঞ্জের অগ্রখোলা মোল্লা বাড়ি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. শফিউল আলম সাগর ১৮ বছর আগে টঙ্গীর এরশাদ নগর এলাকার নুরুল ইসলামের মেয়ে ফারজানা ইসলাম স্বপ্নাকে বিয়ে করেন।
তাদের দাম্পত্য জীবনে মোছা. সাদিয়া আলম জয়া (১৪) ও এহসানুল ইসলাম মাহিন (৮) নামে দুটি সন্তান রয়েছে। তারা টঙ্গীর আউচপাড়া এলাকায় আমির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।
সাত বছর আগে স্ত্রী ফারজানাকে তালাক দেন শফিউল। পরে দুই বছর আগে শাকিলা জাহান মরিয়ম ওরফে খুকিকে বিয়ে করে ওই বাড়িতেই বসবাস করতে থাকেন শফিউল।
মেয়ে সাদিয়া আলম জয়া লেখাপড়ার সুবিধার্থে বাবা ও সৎ মায়ের কাছেই থাকতো। বিষয়টি সৎ মা শাকিলা মেনে নিতে পারতেন না।
এরই জেরে গত বছরের ১১ জুন প্রথমে জয়াকে হাত-পা বেঁধে মেরে ফেলার চেষ্টা করে ব্যর্থ হন শাকিলা। পরে ১৩ জুন স্বামী শফিউল ভোরে হাঁটতে বের হলে সৎ মা শাকিলা ঘুমন্ত অবস্থায় চাপাতি ও ছুরি দিয়ে জয়াকে উপর্যুপুরি কুপিয়ে হত্যা করে। পরে লাশ গুম করার জন্য বাথরুমে নিয়ে রাখে।
এ ব্যাপারে নিহতের মা ফারজানা ইসলাম স্বপ্না বাদী হয়ে শাকিলাকে আসামি করে টঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ সৎ মা শাকিলাকে গ্রেফতার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল খায়ের তদন্ত শেষে চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এ মামলায় ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। সৎ মা শাকিলা জাহান মরিয়ম ওরফে খুকি দোষী সাব্যস্ত হওয়ায় রোববার আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভেকেট হারিজ উদ্দিন আহম্মদ। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট ফাতেমা আক্তার জলি।
৩১জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম