বুধবার, ০৩ আগস্ট, ২০১৬, ০৩:৩১:২০

গাজীপুরে স্বামী-স্ত্রী ও ছেলের ফাঁসি

গাজীপুরে স্বামী-স্ত্রী ও ছেলের ফাঁসি

গাজীপুর : চুরি করতে গিয়ে প্রতিবেশীকে হত্যার দায়ে একই পরিবারের ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।  একইসঙ্গে প্রত্যেককে আরো ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।  এ সময় আদালতে আসামিরা অনুপস্থিত ছিলেন।
 
বুধবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ফজলে এলাহি ভুঁঞা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ভবনাথপুর গ্রামের মুনসুর আলীর ছেলে সিদ্দিক ভাণ্ডারী, তার স্ত্রী আয়েশা খাতুন ও তাদের ছেলে তারেক ওরফে মুরাদ হোসেন।

মামলার বিবরণে জানা যায়, গাজীপুরের খাইলকোর এলাকার এক বাড়িতে ভাড়া থাকতেন আসামিরা।  এর পাশেই ছিল জমির হোসেনের বাড়ি।

২০০৮ সালের ১৪ মে বিকেলে আসামিরা জমির হোসেনের বাড়িতে ঢুকে আলমারি থেকে স্বর্ণালঙ্কার চুরির করার সময় জমিরের স্ত্রী সাফিয়া বেগম দেখে ফেলেন।  এ সময় আসামিরা সাফিয়াকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।

পরে এ ঘটনায় জমির হোসেন বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  

তদন্ত শেষে পুলিশ এ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।  দীর্ঘ আট বছর পর আজ মামলার রায় ঘোষণা করলেন আদালত।
৩ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে