গাজীপুর : জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) নাম করে পাঠানো একটি উড়ো-চিঠিতে গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি এবং কাজী আজিম উদ্দিন কলেজের ছাত্রলীগের সভাপতিকে হত্যার হুমকি দেয়া হয়েছে।
এ ব্যাপারে শুক্রবার রাতে জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, আইএস বাংলাদেশের প্রথম থেকে শেষ পর্যন্ত সব জেলাকে ধ্বংস করে দেবে। প্রথমে তারা গাজীপুর জেলা শহরের কাজী আজিম উদ্দিন কলেজে হামলা করবে।
গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদ গণমাধ্যমকে জানান, শুক্রবার জেলা শহরের উত্তর ছায়াবিথী এলাকায় বায়তুন নূর জামে মসজিদে জুমার নামাজ পড়ে ফিরছিলেন। পথে মসজিদের ইমাম মাওলানা আব্দুল লতিফ মোল্লা তাকে ডেকে আইএসের হুমকির বিষয়ে একটি চিঠি তাকে দেখান।
তিনি জানান, এ চিঠি তিনি কীভাবে পেলেন জিজ্ঞাসা করলে ইমাম সাহেব বলেন, মসজিদের দানবাক্স খোলার পর এটি দেখতে পান তিনি।
ওই চিঠিতে আইএস গাজীপুর জেলা শহরের কাজী আজিম উদ্দিন কলেজে প্রথম হামলা চালানোর কথা উল্লেখ করা হয়েছে।
এছাড়া চিঠিতে জেলা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদ ও কাজী আজিম উদ্দিন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান নাহিদকে হত্যার হুমকি দেয়া হয়েছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা তথ্যের সত্যতা স্বীকার করে জানান, পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে।
৬ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম