গাজীপুর : বিদেশে পাচারের সময় গাজীপুর থেকে বিরল প্রজাতির ৪৮টি তক্ষক উদ্ধার করেছে র্যার। এসময় ৯ জনকে আটক করা হয়েছে। ৪৮টি তক্ষকের দাম দেড় কোটি টাকা বলে মনে করছেন অনেকে।
রোববার বিকেলে জেলা শহরের জৈনাবাজার মাওনা রোডে অভিযান চালিয়ে এসব তক্ষক জব্দ করা হয়।
র্যাব-১ জানায়, বিদেশে পাচারের জন্য মাওনা রোডে ৪৮টি তক্ষক আনা হয়। গোপনে সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে তক্ষকগুলো জব্দ করা হয়। এসময় ৯ জনকে আটক করা হয়।
৭ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম