সোমবার, ২৬ মার্চ, ২০১৮, ০৫:০৯:০৭

কিশোরগঞ্জে নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তাফা অবরুদ্ধ

কিশোরগঞ্জে নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তাফা অবরুদ্ধ

নীলফামারী: নীলফামারীর-৩ (জলঢাকা-কিশোরগঞ্জ) সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তাফাকে ৩০ মিনিট অবরুদ্ধ করে রাখেন অখন্ড দাবি বাস্তবায়ন কমিটির নেতাকর্মীরা। পরে পুলিশের সহযোগিতার তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।

আজ সোমবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কিশোরগঞ্জ স্টেডিয়াম মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে এসে তিনি এ পরিস্থিতির মুখোমুখি হন।

সূত্র জানায়, সম্প্রতি নির্বাচন কমিশন কার্যালয় থেকে সংসদীয় আসন কিশোরগঞ্জ উপজেলাকে অখন্ড রেখে একটি খসড়া তালিক প্রকাশ করা হয়। কিন্তু নীলফামারীর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা পূর্বের ন্যায় খন্ডিত সংসদীয় আসন ঠিক রাখার দাবি করে নির্বাচন কমিশনে লিখিত আপত্তি দায়ের করেন। আজ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে কিশোরগঞ্জ স্টেডিয়ামে এলে তিনি প্রথমে মুক্তিযোদ্ধাদের তোপের মুখে পড়েন। এরপর অখন্ড সংসদীয় আসন দাবি বাস্তবায়ন কমিটির নেতাকর্মীরা তাকে ঘিরে ফেলে অশালীন ভাষায় গালিগালাজ করে। এ সময় তিনি ৩০ মিনিট অবরুদ্ধ হয়ে পড়েন।

পরিস্থিতি বেগতিক দেখে তিনি নির্বাচন কমিশন থেকে আপত্তি তুলে নেয়ার প্রতিশ্রুতি দেন। তার এ প্রতিশ্রুতিতে কমিটির নেতাকর্মীরা প্রশমিত হয়। পরে তিনি পুলিশের সহযোগিতায় ঘটনাস্থল ত্যাগ করেন।

মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমিটির ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন ঘটনার বিষয় স্বীকার করে বলেন, অখন্ড সংসদীয় আসন নিয়ে কারো ষড়যন্ত্র বরদাশত করা হবে না। তিনি যেই হোক না কেন?

অখন্ড সংসদীয় দাবি বাস্তবায়ন কমিটির আহবায়ক ও বাহাগিলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান শাহ দুলু বলেন, গত ছয় মাস ধরে অখন্ড সংসদীয় আসন বাস্তবায়নের লক্ষ্যে আমরা আন্দোলন করে আসছি। নির্বাচন কমিশন আমাদের ন্যায্য দাবি মেনে নিয়ে খসড়া তালিকা প্রকাশ করেছে। কিন্তু চূড়ান্ত সময় নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য নিজ স্বার্থ হাসিলের জন্য ষড়যন্ত্র শুরু করেছেন। তার এই ষড়যন্ত্র আমরা শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মোকাবেলা করবো।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল একই কথা বলেন।

নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফার সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি তাকে অবরুদ্ধ করার বিষয় অস্বীকার করে বলেন, আমার চেষ্টা আমাকে চালিয়ে যেতে হবে। দীর্ঘদিন থেকে সংসদীয় নীলফামারী-৩ আসন এভাবেই চলে আসছে এবং এতে কারো সমস্যা হয়নি।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বজলুর রশীদ বলেন, মুক্তিযোদ্ধা সদস্যরা ও অখন্ড সংসদীয় আসন দাবি কমিটির নেতাকর্মীদের উত্তপ্ত বাক্য মিনিময় হয়েছে। অবরুদ্ধের মতো কোনো ঘটনা ঘটেনি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে