বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮, ০৫:০৬:৩৪

অবশেষে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পেলেন বিএনপির টুকু

অবশেষে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পেলেন বিএনপির টুকু

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে প্রতীক বরাদ্দ ও নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকুকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব (ক্রয় ও মুদ্রণ শাখা) সৈয়দ গোলাম রাশেদ স্বাক্ষরিত পত্রটি বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর কাছে হস্তান্তর করেন সিরাজগঞ্জ জেলা রিটার্নিং অফিসার।

বুধবার দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকায় হোসেনপুর মহল্লায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু এ কথা বলেন। এ সময় তিনি নির্বাচন কমিশনের প্রেরিত চিঠি সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে টুকু বলেন, ‘সিরাজগঞ্জ শহর আজ অবরুদ্ধ নগরীতে পরিণত হয়েছে। হামলা-মামলা নিত্য দিনের ঘটনা। বিএনপি নেতা-কর্মীদের বাড়ি থেকে বের হতে দিচ্ছে না। প্রতিনিয়ত নেতা-কর্মীদের ওপর হামলা ও মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। এ পর্যন্ত প্রায় দেড় শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনে অভিযোগ করেও কাজ হচ্ছে না। নির্বাচন কমিশন আজ্ঞাবহ। সরকারি দলের বাইরে কোনো কাজ করছে না। দেশে মানবাধিকার বলে কিছু নেই। নির্বাচনের মাত্র চার দিন আগে আমাকে চিঠি দিয়েছে। আমি এখন নির্বাচন করতেও পারি আবার নাও করতে পারি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে