বুধবার, ০২ অক্টোবর, ২০১৯, ০৩:৪১:০৬

ম্যাজিস্ট্রেট আসার খবরে মুহূর্তের মধ্যেই ৩০ টাকা কমে গেল পেঁয়াজের দাম

ম্যাজিস্ট্রেট আসার খবরে মুহূর্তের মধ্যেই ৩০ টাকা কমে গেল পেঁয়াজের দাম

খাগড়াছড়ি: সারাদেশের মতো গত দুদিনে খাগড়াছড়ির বিভিন্ন হাট-বাজারেও বেড়েছে পেঁয়াজের দাম। দিনভর খাগড়াছড়ির মাটিরাঙ্গা বাজারের বিভিন্ন দোকানে ১০০ টাকা দরে পেঁয়াজ বিক্রি হলেও বিকেলের দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তি দাশের অভিযানের খবরে মুহূর্তের মধ্যেই ৩০ টাকা কমে ৭০ টাকা দরে পেঁয়াজ বিক্রির হিড়িক পড়ে। এ ঘটনায় সাধারণ ক্রেতারাও পেঁয়াজ কিনতে হুমড়ি খেয়ে পড়েন।

মঙ্গলবার বিকেলের দিকে ইউএনও বিভীষণ কান্তি দাশ খাগড়াছড়ির মাটিরাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করতে গেলে এমন ঘটনা ঘটে। এ সময় তিনি বাজারের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে তিনটি মুদি দোকানিকে মূল্য তালিকা না টাঙানো ও ক্রয় রশিদ সংরক্ষণ না করার অপরাধে ১১ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মাটিরাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক ও মাটিরাঙ্গা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. সোহাগ মজুমদার উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে