মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯, ১০:৫৬:১২

খারাপ লোকদের আর মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না: পুলিশ সুপার

খারাপ লোকদের আর মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না: পুলিশ সুপার

কক্সবাজার: কক্সবাজারের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বলেছেন, এখন থেকে সমাজে খারাপ লোকদের মাথা উঁচু করে কথা বলতে দেওয়া হবে না। এখন থেকে সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিরাই সমাজে নেতৃত্ব দেবে। সেজন্য পুরো জেলায় কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করা হয়েছে। জেলা কমিটি ছাড়াও কক্সবাজারের ৮ উপজেলা এবং চারটি পৌরসভায় এমন ব্যক্তিদের নিয়ে কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হয়েছে, যেখানে স্থান পেয়েছেন সমাজের সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য ব্যক্তিরাই।

সর্বশেষ ব্যক্তিত্ব ও ইমেজ সম্পন্ন মানুষ দিয়েই কমিউনিটি পুলিশিংয়ের কক্সবাজার জেলা কমিটি গঠন করা হয়েছে। ই'য়াবা কারবারি, হু'ন্ডি কারবারি, অপরাধী, জ'ঙ্গিকে কমিটিতে স্থান দেওয়া হয়নি। অতএব এখন থেকে খারাপ মানুষ কোনো অপকর্ম করে পার পাওয়ার সুযোগ দেওয়া হবে না। কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরাই মাঠপর্যায়ে অপরাধীদের খুঁজে খুঁজে বের করে পুলিশের হাতে তুলে দেবে।

মা'দকের কারবার, বাল্যবিয়ে রোধ, ই'ভটিজিং, জ'ঙ্গিবাদ, সন্ত্রা'স, গুজবের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পুরো জেলায় কমিউনিটি পুলিশিং কমিটিই সর্বদা সজাগ ভূমিকা পালন করবেন। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মা'দকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অবিচল থাকবে পুলিশ।

পুলিশ সুপার আজ সোমবার দুপুরে কক্সবাজার পুলিশ লাইনস্ মাঠে জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত নবগঠিত কমিউনিটি পুলিশিং কমিটির নেতাদের সঙ্গে পরিচয় ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত হুঁশিয়ারি দেন।

উপস্থিত ছিলেন কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আদিবুল ইসলাম, উখিয়া-টেকনাফ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, চকরিয়া সার্কেলের এএসপি কাজী মো. মতিউল ইসলাম, ওসি যথাক্রমে শাহজাহান কবির, আবুল খায়ের, মো. হাবিবুর রহমান, প্রভাষ চন্দ্র ধর, প্রদীপ দাশ, কামরুল আজম, আবুল মনসুর প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে