শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০, ১০:০১:১৪

রক্তে ভিজে গেছে প্রাইভেটকার, এক পরিবারের সবাই শেষ

রক্তে ভিজে গেছে প্রাইভেটকার, এক পরিবারের সবাই শেষ

রাজশাহী থেকে : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হা'রিয়ে গাছের সঙ্গে ধা'ক্কা লেগে এক পরিবারের নারী ও শিশুসহ সাতজন নিহ'ত হয়েছেন। এতে আহ'ত হয়েছেন আরও দুজন। শনিবার দুপুরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার কাদিপুর এলাকায় এ দু'র্ঘ'টনা ঘটে। গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ি এলাকায় বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন নিহ'তরা। 

নিহ'তরা হলেন রাজশাহী নগরীর দেবিশিংপাড়া এলাকার মৃ'ত ফজলুর রহমানের ছেলে মোশাব্বের আলী (৪০), তার স্ত্রী হাসনারা বেগম (৩৫), তাদের শিশুকন্যা মোশরেফা খাতুন (৮), চার মাসের শিশুপুত্র হাসান আল আদিব, হাসনারা বেগমের ছোট বোন আশিয়া খাতুন (২৫), তাদের স্বজন রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রী নাটোরের সিংড়া উপজেলার কৃষ্ণনগর এলাকার আতিয়া রহমান (২২) এবং প্রাইভেটকার চালক নগরীর মেহেরচন্ডি এলাকার মাহবুবুর রহমান (৩৫)।

এ দু'র্ঘ'টনায় আশিয়া খাতুনের স্বামী রমজান আলী (৩০) ও তাদের দেড় বছরের শিশুকন্যা রাফিয়া খাতুন মা'রা'ত্ম'ক আহ'ত হয়েছেন। তাদের অবস্থা আ'শ'ঙ্কাজনক। তারা দুজন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নি'বিড় পরি'চর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

পুলিশ জানায়, ম'র্মা'ন্তিক সড়ক দু'র্ঘ'টনায় ঘটনা'স্থলেই আশিয়া খাতুন, মোশাব্বের আলী ও প্রাইভেটকার চালক মাহবুবুর রহমান নিহ'ত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে মোশরেফা ও আতিয়া রহমান মা'রা যান। এরপর দুপুর সোয়া ১টার দিকে শিশু হাসান আল আদিব এবং বিকেল পৌনে ৩টার দিকে তার মা হাসনারা বেগম মা'রা যান।

নিহ'ত হাসনারা বেগম ও আশিয়া খাতুন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরচাকলা দেবীনগর এলাকার গোলাম মুর্তজার মেয়ে। আশিয়া খাতুন স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করতেন। এদিকে দু'র্ঘ'টনার খবরে বিয়ে বাড়িতে নেমে আসে বি'ষা'দের ছায়া। প'ণ্ড হয়ে যায় সব আনন্দ। বিয়ে বাড়িতে চলছে এখন শো'কের মা'তম। দূর থেকে শোনা যায় কা'ন্নার শব্দ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে