শনিবার, ০৭ মার্চ, ২০২০, ০৬:২২:০৭

একে একে ভেসে উঠলো বাবা-মেয়েসহ ৬ জনের লা'শ, নিখোঁ'জ নববধূ

একে একে ভেসে উঠলো বাবা-মেয়েসহ ৬ জনের লা'শ, নিখোঁ'জ নববধূ

রাজশাহী থেকে : রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডু'বির ঘটনায় বাবা শামীম (৪০) ও তার মেয়ে রশ্মি খাতুনের (১০) ম'রদেহ একসঙ্গে ভেসে উঠেছে। শনিবার (০৭ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে দু'র্ঘট'নাস্থলের অদূরে তাদের ম'রদে'হ পাওয়া যায়। ম'রদে'হ উ'দ্ধার হওয়া শামীম নি'খোঁ'জ কনে সুইটি খাতুন পূর্ণিমার চাচা।

এখন পর্যন্ত কনে পূর্ণিমা, খালা আঁখি ও ফুফাতো বোনের মেয়ে রুবাইয়ার স'ন্ধা'ন পাওয়া যায়নি। তাদের উ'দ্ধা'রের চেষ্টা চালাচ্ছেন উ'দ্ধা'রকর্মীরা। এর আগে আজ শনিবার সকালে পদ্মার ভাটিতে চারঘাটের ইউসুফপুর বিওপির সামনে থেকে পূর্ণিমার চাচি ও শামীমের স্ত্রী মনি বেগমের (৩৫) ম'রদেহ উ'দ্ধার করে বিজিবি।

এরপর দুপুর সোয়া ১টার দিকে দু'র্ঘট'নাস্থলের কাছ থেকে জেলেদের জালে উঠে আসে কনের খালাতো ভাই এখলাসের ম'রদেহ। বিকেল ৩টার দিকে একই স্থান থেকে উ'দ্ধার করা হয় কনের দুলাভাই রতন আলীর (২৮) ম'রদেহ। ঘটনার দিন শুক্রবার উ'দ্ধার করা হয়েছে রতন আলীর শিশুকন্যা মরিয়ম খাতুনের (৮) ম'রদেহ। সব মিলে এ পর্যন্ত ছয়জনের ম'রদেহ উ'দ্ধার করা হয়েছে। এখনও নিখোঁ'জ কনেসহ তিনজন।

এ ঘটনায় প্রাণে বেঁচেছেন রতন আলীর স্ত্রী পূর্ণিমার বড় বোন বৃষ্টি খাতুন (২২)। সকাল থেকে নিখোঁ'জদের সন্ধানে উ'দ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও বিজিবির যৌথ দল। দুপুরে অ'ভিযানে অংশ নেয় বিআইডব্লিউটিএর ডুবুরি দল। তাদের সঙ্গে স্থানীয় জেলেরাও উ'দ্ধার অভিযানে অংশ নেন।

এদিকে সকাল থেকে পদ্মাপাড়ে অপেক্ষা করছেন বর রুমনসহ স্বজনরা। একে একে ভেসে উঠছে ম'রদেহ, পড়ছে কা'ন্নার রোল। স্ব'জনদের আ'হাজা'রিতে ভারী চারপাশ। বিপুলসংখ্যক উৎসুক জনতা ভিড় জমিয়েছেন পদ্মাপাড়ে। ম'র্মা'ন্তিক এ নৌকাডুবিতে জীবিত উ'দ্ধার করা হয়েছে অন্তত ৩২ জনকে। নৌকা দুটিতে ৪১ জন আরোহী ছিলেন। জী'বিত উ'দ্ধার করা হয়েছে ৩২ জনকে। 

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার পদ্মার ওপারের পবা উপজেলার চরখিদিরপুর এলাকার ইনসার আলীর ছেলে আসাদুজ্জামান রুমনের সঙ্গে একই উপজেলার ডাঙেরহাট এলাকার শাহীন আলীর মেয়ে সুইটি খাতুন পূর্ণিমার বিয়ে হয়। শুক্রবার বরের বাড়ি থেকে বর-কনেকে নিয়ে আসছিল কনেপক্ষ। সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী নগরীর শ্রীরামপুর ডিসির বাংলো এলাকায় পদ্মা নদীতে ডুবে যায় নৌকাগুলো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে