মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০, ০১:৫২:৩১

করোনা ভাইরাস: আজিমপুর কলোনীর বাইরে বের না হতে মাইকিং

 করোনা ভাইরাস: আজিমপুর কলোনীর বাইরে বের না হতে মাইকিং

নিউজ ডেস্ক : করোনা ভাইরাসে সচেতনতায় মাইকিং করা হচ্ছে রাজধানীর আজিমপুর কলোনীতে। শিশু-কিশোরদের বাইরে বের না হতে বলা হচ্ছে। কলোনীর নিরাপত্তা কমিটির পক্ষ থেকে নিরাপত্তাকর্মী সোবহান মিয়া আজ মঙ্গলবার সকাল থেকে কয়েক দফা হ্যান্ডমাইক নিয়ে বাসিন্দাদের সতর্ক করেন। অন্যান্য ছুটির দিনে সেখানকার মাঠ, পুকর পাড় ও রাস্তায় শিশু-কিশোরদের খেলাধুলা করতে এবং আড্ডা দিতে দেখা গেলেও আজকের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। 

খুব সকালে কলোনীর ভেতরেই একটু হাঁটাহাঁটি করতে বয়স্ক মানুষজন বের হয়েছিলেন। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সবাই বাসায় ঢুকে গেছেন। সেখানকার ২০ বছরের বাসিন্দা মো. আলী আকবর বলেন, ঈদ ছাড়া এই কলোনিতে এমন ফাঁকা কখনো হয় না। পাশেই ইডেন কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ থাকায় বাইরে থেকে অনেক ছেলে-মেয়েই এখানে প্রতিদিনই আসে। কিন্তু আজকের পরিস্থিতি আলাদা।

এদিকে, সোবহান মিয়ার হ্যান্ড মাইকিংয়ে কলোনির বাসিন্দাদের মধ্যে যারা সাবলেটে শিক্ষার্থী মেয়েদের রাখছেন তাদেরকে যেন আপাতত বাড়ি পাঠিয়ে দেওয়া হয় সে আহ্বানও জানানো হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে