ইসলাম ডেস্ক: ইসলাম ধর্মে পবিত্র হজকে ফরজ করা হয়েছে। তাই তো ধর্মপ্রাণ মুসলমানেরা প্রতি বছর জিলহজ মাসে হজ করে থাকেন। ধর্মপ্রাণ মুসলমানেরা হজ ছাড়াও ওমরাও করে থাকেন। মূলত হজ এবং ওমরা দুটো ইবাদতেই পবিত্র কাবা শরীফ তওয়াফ করতে হয়ে। তাই পবিত্র হজ এবং ওমরা পালন করা ধর্মপ্রাণ মুসলমানদের জন্য কাবা শরীফ দর্শন এবং প্রবেশের দোয়া নিচে তুলে ধরা হলো-
পবিত্র কাবা শরীফ দর্শনের দোয়া:
কা’বা তথা বাইতুল্লাহ দেখামাত্রই দু’হাত উচ্চ করে এই দোয়াটি পড়বে। যা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু পড়েছিলেন
উচ্চারণ- আল্লাহুম্মা আংতাস সালাম ওয়া মিনকাস সালাম, ফাহাইয়্যেনা রাব্বানা বিসসালাম।
অর্থ- হে আল্লাহ! আপনি শান্তি, আপনার থেকেই শান্তি আসে। অতএব হে আমাদের প্রতিপালক! আমাদেরকে শান্তির সঙ্গে বাঁচিয়ে রাখুন।
পবিত্র কাবা শরীফে প্রবেশের দোয়া:
কা’বা তথা বাইতুল্লায় প্রবেশের সময় প্রথমে ডান পা রেখে এই দোয়া পাঠ করবে-
উচ্চারণ- আল্লাহুম্মা ছাল্লি আ’লা মুহাম্মাদিওওয়াসাল্লিম, আল্লাহুম্মাফ তাহলি আবওয়াবা রাহমাতিকা।
অর্থ- হে আল্লাহ! আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর অনুগ্রহ ও শান্তি বর্ষণ করুন। হে আল্লাহ! আপনি আমার জন্য রহমতের দরজা খুলে দিন। (আবু দাউদ)
পবিত্র কাবা শরীফে প্রবেশের দ্বিতীয় দোয়া
উচ্চারণ- আউজুবিল্লাহিল আযিম ওয়া বি ওয়াঝহিল কারিম ওয়া বিসুলতানিহিল ক্বাদিমি মিনাশ শায়ত্বা নিররাঝিম।
অর্থ- আমি মহিয়ান গরিয়ান আল্লাহ এবং তাঁর চেহারা ও চিরন্তন কর্তৃত্বের মাধ্যমে আশ্রয় প্রাথর্ণা করছি বিতাড়িত শয়তানের ক্ষতি হতে।
এই দোয়াটির ফলাফল-
উক্ত দোয়াটি পাঠ করলে শয়তান বলে, লোকটি সারাদিন আমার ক্ষতি হতে নিরাপদ হয়ে গেল। (আবু দাউদ, মিশকাত)
২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ