সোমবার, ০৫ অক্টোবর, ২০১৫, ০৬:৩৭:২০

কোরআন তিলাওয়াতের সঠিক পদ্ধতি

কোরআন তিলাওয়াতের সঠিক পদ্ধতি

ইসলাম ডেস্ক: আল কোরআন তিলাওয়াতে অধিক সওয়াব রয়েছে। কিন্তু আমরা কিভাবে কুরআনুল কারিম তিলাওয়াত করব? এর আদব কি? একদিনে কি পরিমাণ আয়াত পড়ব? কতদিনে কুরআন খতম করব। এ বিষয়গুলো আমরা অনেকেই জানি না। অথচ মুসলমান হিসেবে এগুলো আমাদের প্রত্যেকেরই জানা দরকার। বিখ্যাত তাফসিরকারক হজরত ইমাম ইবনে কাছির রাহমাতুল্লাহি আলাইহি কুরআন পাঠের কিছু আদব তথা নিয়ম-নীতি উল্লেখ করেছেন। সেগুলো হলো -

কুরআন পাঠের আদব-
ক. পবিত্রতা অর্জন করে কুরআন তিলাওয়াত করা
খ. পবিত্র ও উত্তম পোশাক পরে কুরআন পাঠ করা
গ. ক্বিবলামুখী হয়ে বসে কুরআন পাঠ করা
ঘ. কুরআন পাঠের পূর্বে মিসওয়াক করে নেয়া
ঙ. পূর্ন মনোযোগের সঙ্গে কুরআন পাঠ করা
চ. কুরআন পাঠের সময় বিনা প্রয়োজনে কারো সঙ্গে কথা না বলা
ছ. কুরআন পাঠের সময় ছাওয়াবের বা কল্যাণের আয়াত পাঠ করলে থামা এবং আল্লাহর কাছে উক্ত ছাওয়াব বা কল্যাণ প্রার্থনা করা। এছাড়া শাস্তির আয়াত পড়লে থামা এবং তা থেকে পানাহ চেয়ে দোয়া করা।
জ. কুরআন কারিম খুলে না রাখা এবং কুরআনের ওপর কোনো কিছু দিয়ে চাপিয়ে না রাখা
ঝ. অন্যের কাজের ব্যাঘাত বা সমস্যার সৃষ্টি এমন আওয়াজে কুরআন তিলাওয়াত না করা;
ঞ. বাজার বা কোলাহল পরিবেশ, যেখানে মানুষ ফাহেশা কথা ও কাজে লিপ্ত সেখানে কুরআন কারিম তিলাওয়াত না করা
ট. কুরআন তিলাওয়াত অবস্থায় হাই উঠলে কুরআন কারিম পাঠ বন্ধ করা।

কুরআন পাঠের পদ্ধতি-
হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কুরআন পঠনের পদ্ধতি সম্পর্কে জিজ্ঞাস করলে তিনে বলেন, ‘রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরআন টেনে টেনে পড়তেন। ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ পাঠ করার সময় ‘বিসমিল্লাহ’টেনে পড়তেন; ‘আর রাহমান’ টেনে পড়তেন; ‘আর রাহিম’ টেনে পড়তেন।’ (বুখারি)

তিলাওয়াতের পরিমাণ-
সাহাবায়ে কেরাম আজমাঈন নির্দিষ্ট পরিমাণে রাতে এবং দিনে কুরআন তিলাওয়াত করতেন। সাত দিনের কম সময়ে কেউ কুরআন খতম করতেন না। পাশাপাশি তিন দিনের কম সময়ে কুরআনের তিলাওয়াত খতমের ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা এসেছে।  তাই কুরআনের তিলাওয়াত হতে হবে সুন্দরভাবে, সহিহ শুদ্ধভাবে; যে ভাবে তিলাওয়াত করলে কুরআনের হক আদায় হয়। কুরআন তিলাওয়াত করতে হবে তাজবিদ এবং তারতিলের সহিত।
৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে