বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬, ০৯:২৪:৩৯

আলহামদুলিল্লাহ, ছোট্ট এই দোয়াটি পড়লে মন থেকে দূর হবে সব হিংসা বিদ্বেষ

আলহামদুলিল্লাহ, ছোট্ট এই দোয়াটি পড়লে মন থেকে দূর হবে সব হিংসা বিদ্বেষ

ইসলাম ডেস্ক : মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব। তবে এই সেরা সৃষ্টির মাঝেও কিছু খারাপ দিক রয়েছে। এর একটি হল হিংসা-বিদ্বেষ। মানুষ সভাবতই অন্যের সুখ-শন্তি ও ধন-সম্পদ দেখে ইর্ষান্বিত হয়। তাদের ক্ষতি কামনা করে এবং নিজে এর মালিক হবে চায়। ইসলামি শরীয়তে এটিকে অপরাধ হিসেবে গন্য করা হয়। তাই হিংসা ও বিদ্বেষ পোষণ করা নিষিদ্ধ।

হিংসার অপকারিতার কথা উল্লেখ করে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমরা হিংসা থেকে নিবৃত্ত থাকবে। কেননা হিংসা নেক আমলকে খেয়ে ফেলে যেমনিভাবে আগুন শুকনো কাঠকে জ্বালিয়ে নিঃশেষ করে দেয়। (আবু দাউদ, মিশকাত)

এবকার হিংসা-বিদ্বেষ থেকে বেঁচে থাকতে একটি কুরআনি দোয়া তুলে ধরা হলো-

 رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَحِيمٌ

আরবি উচ্চারণ : রব্বানাগ্ ফিরলানা-অলিইখ্ওয়া-নিনাল লাযীনা সাবাক্ব ক্রনা বিল্ ঈমা-নি অলা- তাজ্ব ‘আল্ ফী কুলূবিনা-গিল্লাল্লিল্লাযীনা আ-মানূ রব্বানা য় ইন্নাকা রায়ূফুর রহীম্। (সুরা হাশর : আয়াত ১০)

বাংলা অনুবাদ : হে আমাদের রব, আমাদেরকে ও আমাদের ভাই যারা ঈমান নিয়ে আমাদের পূর্বে অতিক্রান্ত হয়েছে তাদেরকে ক্ষমা করুন; এবং যারা ঈমান এনেছিল তাদের জন্য আমাদের অন্তরে কোন বিদ্বেষ রাখবেন না; হে আমাদের রব, নিশ্চয় আপনি দয়াবান, পরম দয়ালু।

আমল : হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা এ দোয়ার মাধ্যমে সকল মুসলমানকে ছাহাবায়ে কেরামের জন্য ক্ষমাপ্রার্থনা এবং দোয়া করার আদেশ দিয়েছেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হিংসা ও বিদ্বেষ পোষণ থেকে হিফাজত থাকতে কুরআনের এ আয়াতের আমল করার তাওফিক দান করুন। আমিন।
১৯ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে